পঞ্চায়েতের ভোটপ্রচারে বেরিয়ে শাসক – বিরোধী দুপক্ষেরই বহু নেতা বাকসংযম হারাচ্ছেন। বিরোধীদের আক্রমণ করতে গিয়ে আপত্তিকর মন্তব্য করে বসছেন তাঁরা। ౠএবার তেমনই অভিযোগ উঠল হুগলির পুড়শুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষের বিরুদ্ধে। দিলীপ ঘোষের সামনে তিনি তৃণমূল নেতাদের গাছে বেঁধে পেটানোর পরামর্শ দিলেন।
আরামবাগের মায়াপুর গ্রাম পঞ্চায়েতে ভোটপ্রচারে গিয়ে বিমানবাবু বলেন, ‘তৃণমূল কংগ্রেসের বেশ কিছু হার্মাদ আমাদের কর্মীদের কোথাও হুমকি দিচ্ছে। কোথাও তারা ভোটারদের হুমকি দিচ্ছে। কিন্তু এই পঞ্চায়েত নির্বাচনে বিজেপি বিজেপির দমে লড়♓তে এসেছে। কোনও পুলিশের উপর ভরসা করে আমরা লড়ছি না। তৃণমূলের কিছু চোর আছে যারা আমাদের এখনও চোখ রাঙাচ্ছে। আমি বলছি, কোথাও আমাদের প্রার্থীদের কোনও তৃণমূলের নেতা প্রচারে বাধা দিলে তাকে গাছে বেঁধে মারুন।’ বিমানবাবু যখন এসব বলছেন তখন মঞ্চে বসে দলের সহ সভাপতি দিলীপ ঘোষ।
একই রকম অভিযোগ উঠেছে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে। শনিবার গাইঘাটায় এক সভায় তিনি তৃণমূল নেতাদের পুলিশ দিয়ে এনকাউন্টার করানোর হুমকি দেন। বলেন, ‘এই ভোটে বিজেপি ক্ষমতায় আসবে। আর এই চোরেরা বাড়ি ঢোকার সাহস পর্যন্ত দেখাবে না। ধমকানো চমকানো পুলিশ বাবাকে দিয়ে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। ওই পুলিশবাবাকে দিয়ে আগামীদিনে এনকাউন্🌊টার করাব’।