আর তো মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই পঞ্চায়েত ভোট দিতে যাবেন বঙ্গবাসী। তার আগে অনেকেরই চিন্তা তবে কি ২০১৮ ফিরবে ২০২৩ এর ৮ জুলাই। আবার কি সেই রক্তগঙ্গা? দফায় দফায় কেন্দ্রীয় বাহিনীও এসেছে জেলায়। তবে ভোট কর্মীদের একাংশ এদিন দুরু দুরু বুকেই ভোট কেন্দ্রে গিয়েছেন। তবে শুক্রবার রাতে জেলায় জেলায় একের পর এক সংঘর্ষের ঘটনা। দিনহাটায় এক কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ বলে খবর। অন্য়দিকে মুর্শিদাবাদের বেলডাঙায় ধারলো অস্ত্রের আঘাতে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর।এবার ভোট প্রক্রিয়ার খুঁটিনাটি দিকগুলি একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।তবে সবার আগে জেনে নিন কেন্দ্রীয় বাহিনীর পরিস্থিতি। কারণ তাঁরাই তো অনেকের কাছে ভরসার জায়গা। সব মিলিয়ে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জন্য় আবেদন করেছিল কমিশন। সেটাও আদালতের নির্দেশে। মোটামুটি যেটা জানা গিয়েছে, ১-২ বুথ যেখানে রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনীর ৪ জন সদস্য থাকবেন। আবার ৮জন জওয়ান থাকবেন যেখানে ৩-৪ টি বুথ রয়েছে। ১২জন জওয়ান থাকবে যেখানে বুথের সংখ্য়া ৫-৬টি। ৭ বা সাতের অধিক যেখানে বুথ রয়েছে সেখানে ১৬জন জওয়ান মোতায়েন করা থাকবে।এবার রাজ্যজুড়ে কোন জেলায় কতগুলি বুথ রয়েছে ও তার মধ্য়ে স্পর্শকাতর বুথ কোনগুলি সেটা একবার দেখা যাক।জেলা মোট বুথ স্পর্শকাতর বুথআলিপুরদুয়ার- ১২১২ ২৫কোচবিহার ২৩৮৫ ৩১৭দার্জিলিং- ৫১৪ ২৭জলপাইগুড়ি ১৬৬০ ৭৪কালিম্পং ২৬৩ ৮মালদা ৩০০৫ ২৭০দক্ষিণ দিনাজপুর ১২২৩ ৮৪উত্তর দিনাজপুর ২১২৬ ১০৮এটা হল উত্তরবঙ্গের ছবি। এবার দক্ষিণবঙ্গের ছবিটা দেখা যাক।জেলা মোট বুথ স্পর্শকাতর বুথবাঁকুড়া- ৩১০০ ১১৬বীরভূম ২৭৬৮ ২২৮হুগলি ৩৮৫১ ২০৯হাওড়া ৩০৩১ ৩৫০ঝাড়গ্রাম ১০৪৫ ৪৫মুর্শিদাবাদ ৫৪০৮ ৫৪১নদিয়া ৩৮৯৬ ৩৭৩উত্তর ২৪ পরগনা ৪৫৩২ ২৫৮দক্ষিণ ২৪ পরগনা ৬২২৬ ৫০২পুরুলিয়া ২৪০৫ ২৫০পূর্ব মেদিনীপুর ৪১২৮ ৩০৫পশ্চিম মেদিনীপুর ৩৮৬৭ ৩০৫পূর্ব বর্ধমান ৩৯৩৩ ৩৪২পশ্চিম বর্ধমান ৯৯৮ ৪০পরিসংখ্যান বলছে এবার ৬০ হাজার ৫৯৩টি বুথে ভোট গ্রহণ করা হবে। তবে ১০৪৩টি বুথে ভোট হচ্ছে না। মাত্র ৮ শতাংশ বুথকে স্পর্শকাতর হিসাবে ঘোষণা করা হয়েছে।এদিকে রাতেই মুর্শিদাবাদের বেলডাঙায় ফের অশান্তি। বোমাবাজি। কংগ্রেস ও তৃণমূলের মধ্য়ে তুমুল সংঘর্ষ। তৃণমূল কর্মী বাবর আলির মৃত্যু হয়েছে বলে খবর। অপর একজন জখম হয়েছেন বলে খবর।