আজ গ্রামবাংলায় চলছে পঞ্চায়েত নির্বাচন। ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই জেলায় জেলায় হিংসার ঘটনা ঘটেছে। রাজ্যের ব🌟িভিন্ন বুথে কোথাও বোমাবাজি, কোথাও গুলি চালানোর ঘটনা, আবার কোথাও মারধরের ঘটনা সকাল থেকেই অব্যাহত রয়েছে। সেই সঙ্গে ছাপ্পা ভোট, ব্যালট পেপার চুরির অভিযোগ তো রয়েইছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় ব্যালট পেপার ও ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে পুকুরের জলে ব্যালট পেপার ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এই অবস্থায় বিরোধীরা একযোগে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। এবার রাজ্য নির্বাচন কমিশন এবং কমিশনার রাজীব সিনহার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তোপ দাগলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। রাজীব সিনহার ব্যঙ্গাত্মক ছবি এঁকে তিনি কটাক্ষ করেছেন।
লাইভ আপডেট দেখুন: West Bengal Panchayat Election 2023 Live: শেষবেলাতেও ঝর🎉ছে রক্ত,💞 খানাকুলে গুলিবিদ্ধ ৩ ভোটার
নিজের ফেসবুক পেজে রাজীব সিনহার ব্যঙ্গাত্মক ওই ছবিটি শেয়ার করেছেন রুদ্রনীল। তাতে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ম্যাডাম পেরেছি? হচ্ছে? ইতি আদরের রাজীব।’ এরপরে নির্বাচন কমিশনারকে ‘ষড়যন্ত্রের সেনাপতি’ বলেও তোপ দাগেন রু๊দ্রনীল। শুধু তাই নয়, ছবিতে দেখা যাচ্ছে রাজীব সিনহার মাথার উপরে একটি হাওয়ায় চটি রয়েছে, যেটি নীল রংয়ের। ছবির নিচে লেখা রয়💦েছে ‘খুশি?’ আর তার দুই পাশে আঁকা রয়েছে তৃণমূলের জোড়া ফুল। রুদ্রনীলের পোস্ট করা এই ছবি ব্যাপক ভাইরাল হয়েছে। এই পোস্টকে সমর্থন জানিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি পোস্টের সমর্থনে কমেন্টবক্সে লিখেছেন, ‘দারুন দিয়েছো।’
নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ উঠতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি নির্বাচন কমিশনারকে প্রশ্ন করেন, ‘আর কত রক্ত চাই।’ এমনকী রাজীব সিনহার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করারও হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং💖 কংগ্রেস আইনজীবী কৌস্তুভ বাগচী। পালটা সাংবাদিক সম্মেলন করে রাজীব সিনহা ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে পুনর্নির্বাচন হবে। বিরোধীরা এই নির্বাচনে হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর হয়েছে বলে দাবি করলেও নির্বাচন কমিশনের দাবি করেছেন মাত্র ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, বিভিন্ন জায়গায় গুলি, বোমাবাজি এবং মারধরে আহত হয়েছেন বহু মানুষ। উল্লেখ্য, শনিবার ভোট প্রক্রিয়া শুরু হওয়ার ৩ ঘণ্টা পর নিজের দফতরে পৌঁছান রাজীব সিনহা। তা নিয়ে বিরোধীরা সমালোচনা করেছেন। এদিন রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যে হিংসার ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতেই রাজীব সিনহাকে কটাক্ষ করে এই পোস্ট করেছেন রুদ্রনীল।