ভোটের আগের দিন রাত থেকে শুরু হয়েছে 𝔉অশান্তি, সংঘর্ষ। ভোটে সকালের তা বেড়েছে। সকাল থেকেই অভিযোগ আসছে কমিশনের দফতরে। কিন্তু সকাল দশটা পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার দেখা দেখা মেলেনি কমিশনের অফিসে। ভোট শুরু হওয়ার প্রা✃য় তিন ঘণ্টা পরে তিনি অফিসে এসেছেন।
এদিন সকাল ১০টা ৬ মিনꦜিটে অফিসে ঢোকেন কমিশনার। অফিসে ঢোকার সময় তাঁকে পরিস্থিতি নিয়ে জিজ্ঞাসা করা হলেও তিনি কোনও কথা বলেননি। সোজা অফ🔯িসে ঢুকে যান।
যদিও সকাল সাতটায় অফিসে হাজির হন সচিব নীলাঞ্জন সান্ডিল্য। 𓆉সকালে থেকে নাগাড়ে বেজে গিয়েছে ফোন। বুথে যখন অশান্তি তখন কমিশনের কাছে কဣোন বার্তা না পেয়ে অসহায় বোধ করেছেন প্রিসাডিং এবং সেক্টর অফিসাররা।
নির্বাচনের শুরুতে অশান্তির বাতাবরণ
শনিবার সকাল থেকে গ্রামবাংলা জুড়ে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন। শুরুতেই বিভিন্ন জেলা থেকে অশান্তির খবর এসেছে।কোচবিহারের সিতাই বিধানসভার এক নম্বর ব্লকের ৬/১৩০ বড়ভিট গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে রাতভর তাণ্ডব চলে বলে অভিযোগ। আজ সকালে বুথের মধ্যে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। এমনকী ভাঙচুর করা হয় ভোটগ্রহণ কেন্দ্র। (বিস্তারিত পড়ুন)
কোচবিহারের দক্ষিণ বিধানসভা ফলিমারি গ্রাম পঞ্চায়েতে ভোটেরহাট ৪/৩৮ নম্বর বুথে বোমাবাজির অভিযোগ উঠেছে এদিন। মহাদেব বিশ্বাস নামে বিজেপির এক পোলিং এজেন্টকে খুনের অভিযোগ উঠেছে। অন্য দিকে পঞ্চায়েত নির্বাচনের সকালে মানিকচকে তৃণমূল কংগ্রেস কর্মীকে বোমা মেরে খুন করা হয়েছে বলে অভিযোগ। (বিস্তারিত পড়ুন)
আজ সকালে ভোট দিতে যাওয়ার সময় নদিয়ার চাপড়ায় ১০-১১ জন তৃণমূল কর্মীর ওপর চড়াও হয় কংগ্রেস সমর্থিত দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র দিয়ে কোপ চালানো হয় তৃণমূল কর্মীদের লক্ষ্য করে। সেই হামলাতেই মৃত্যু হয়েছে হামজাদ আলী হালসানার। এদিকে গতকাল গভীর রাতে পূর্ব বর্ধমানের আউশগ্রামে সিপিএম কর্মীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম নাম রাজিবুল হক। (বিস্তারিত পড়ুন)
নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের মহম্মদপুর ২ নম্বর অঞ্চলের ৬৭, ৬৮ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকায় ভোট বয়কটের দাবি তোলে এলাকাবাসী বলে অভিযোগ। তখন বন্ধ রাখা হয় ভোটদান পর্ব। ভোট করতে দিচ্ছে না বিজেপি এমনটাই অভিযোগ উঠেছে। নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান এই পরিস্থিতি দেখে পথে নামেন। বিজেপি কর্মী এবং প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসার পর তিনি প্রশাসনিক কর্তাদের নিজেই ফোন করে কেন্দ্রীয় বাহিনী চান। (বিস্তারিত পড়ুন)
কোচবিহারের দিনহাটার একাধিক বুথে ব্যালট পেপার, ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। দিনহাটার বড়ভিটে ব্যালট পেপার পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। (বিস্তারিত পড়ুন)
কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন
ভোটের দিন কোথায় কোনও অশান্তি ঘ꧅টনা হলে কমিশনারের দফতরে অভিযোগ জানানো হয়। ঘটনার গুরুত্ব বিচার করে রিপোর্ট তলব করেন বা অন্য পদক্ষেপ করেন। এবার কী হবে, তা ন✤িয়েই উঠছে প্রশ্ন।
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনপর্বের গোড়া থেকে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে পক্ষপাতিত্বে অভিয🐈োগ তুলেছিল বিরোধীরা। কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল তাঁকে। 'দায়িত্ব পালনে ব্যর্থ' সরাসরি নাম করেই রাজীব সিনহার সমালোচনা করেছেন রাজ্যপাল। রাজ্যে চলতে থাকা অশান্তি, রক্তপাতের জন্য তাঁকেই দায়ীও করেছিলেন রাজ্যপাল বোস। তবে কি দায়িত্ব পালনে ব্যর্থ কমিশন। শনিবার সকাল থেকে তাঁর ভূমিকা সেই প্রশ্নই তুলে দিচ্ছে।