পঞ্চায়েত নির্বাচনে ২ বিরোধী প্রার্থীর মনোনয়নে কারচুপির অভিযোগে সিবিআই তদন্তের নি⛄র্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। বুধবার ওই রায় দেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে সেই রায়কে চ্যালেঞ্জ করা হয়েছে।
উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের সিপিএম প্রার্থী কাশ্মীরা বিবি ও অনুজা বিবির অভিযোগ, মনোনয়ন পেশের স🍸ময় জাতি প্রমাণপত্র জমা দিয়েছিলেন তাঁরা। সঙ্গে চেকলিস্টে তার উল্লেখও করেছিলেন। তার পরও তাঁদের প্রার্থীপদ বাতিল হয়ে যায়। পরে তাঁরা দেখেন চেক লিস্টে জেল কালির পেন দিয়ে কেউ তাঁদের দেওয়া চিহ্ন কেটে দিয়েছেন। অভিযোগ ওঠে উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের বিডিও নীলাদ্রি রাꦑয়ের ওপরে।
এই মামলায় বুধবার বিচারপতি অমৃতা সিনহা বলেন, অভিযোগ যখন রাজ্য সরকারি কর্মচারীর বিরুদ্ধে তাই রাজ্য পুলিশকে এর তদন্ত করতে দিয়ে লাভ নেই। বরং তদন্ত করুক সিবিআই। আদালতের এই নির্দ𒐪েশে চরম অস্বস্তিতে পড়ে সরকার। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতো বিচারপতি সিনহার রাজনৈতিক ইতিহাস নিয়ে প্ꦐরশ্ন তুলতে শুরু করে তৃণমূল। বুধবারের রায়ের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার।