⭕ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের টানাপোড়েন অব্যহত। রবিবার বাকি ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে কমিশনের তরফে যে আবেদন করা হয়েছিল সোমবার তার জবাব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তাতে জানতে চাওয়া হয়েছে, ইতিমধ্যে পাঠানো ৩১৫ কোম্পানি বাহিনী কোথায় কী ভাবে মোতায়েন করা হয়েছে। যদিও কমিশনের দাবি, সেকথা কেন্দ্রকে জানানো তাদের কাজ নয়।
﷽রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে ২০১৩ সালের থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তার পর বাধ্য হয়ে চাঁদ সদাগরের বাঁ হাতে ফুল দেওয়ার মতো ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লেখেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এর পর রাজ্যে পৌঁছয় ৩১৫ কোম্পানি বাহিনী। কিন্তু হপ্তা ঘুরলেও বাকি বাহিনী পৌঁছয়নি। বাকি বাহিনী চেয়ে রবিবার ফের চিঠি লেখেন সিনহা। তার জবাব এসেছে সোমবার। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে পাঠানো বাহিনী কোথায় কী ভাবে মোতায়েন হয়েছে তা জানাতে হবে কেন্দ্রকে। যদিও কমিশনের দাবি, এটা তাদের কাজ নয়।
ꦚস্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, রাজ্য কমিশনের বাহিনী চাওয়ার মধ্যে অস্পষ্টতা রয়েছে। রাজ্যের চিঠিতে কোন জেলায় কত বাহিনীর প্রয়োজন তার উল্লেখ থাকলেও কোথায় কোন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে তার উল্লেখ নেই। ফলে বাহিনী পাঠানো যাচ্ছে না। যদিও কমিশনের দাবি, সুবিধামতো বাহিনী পাঠাক কেন্দ্র। তাতে তাদের কোনও বাছবিচার নেই।
🍒ওদিকে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না হওয়ায় এখনো বহু জায়গা অরক্ষিত। বিক্ষিপ্ত ভাবে আসছে সংঘর্ষ ও হিংসার খবর।