উত্তরের একাধিক 🐼জেলাতেও বিজেপির জন্য মন খারাপের খবর। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদা, দার্জিলিং পাহাড় সর্বত্র মুখ থুবড়ে পড়ল বিজেপি। জয়জয়কার তৃণমূলের। এবার কোচবিহার ও আলিপুরদুয়ারের ভোটের সর্বশেඣষ ফলাফলটা জেনে নেওয়া যাক।
কোচবিহারে পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৩৮৩। তার মধ্য়ে তৃণমূল জয়ী হয়েছে ৩০১টিতে। এগিয়ে রয়েছে ৩৯টিতে।বিজেপি জয় পেয়েছে ৮১টিতে। একটি꧃তে জয় পেয়েছে নির্দল।
তবে তাৎপর্যপূর্ণভাবে একসময় ফরওয়ার্ড ব্লকের গড় বলে পরিচিত ছিল কোচবিহার। সেখানে সিপিএমের সঙ্গে সমানে স♍মানে টক্কর দিত ফরওয়ার্ড ব্লক। তবে কমিশনের পরিসংখ্যান অনুসারে পঞ্চায়েত সমিতিতে একটি আসনেও নেই ফব।
কোচবিহারে জেলা পরিষদের আসন ৩৪টি। ৩২টি তৃণমূলের🍌 ও ২টিতে বি🐼জেপি।
পঞ্চায়েতে ২৫০৭টি আসনের মধ্যে ১৮৩৪টি তৃণমূলের, ৬১৫টি বিজেপির,১১টি সিপিএমꦕের ও কংগ্রেস ১৩টি, ফব ৬টি, নির্দল ২৮টি আসন পেয়েছে।
পঞ্চায়েতের মধ্য়ে ১২৮টির মধ🔜্য়ে ১০১ট♏ি তৃণমূলের, বিজেপির ২২টি ও ত্রিশঙ্কু ৫টি।
আলিপুরদুয়ারে পঞ্চায়েত সমিতিতে মোট আসন ১৮৯টি।১৩৩টিতে জয় পেল টিএমসি। ৪৩ টিতে জয় পেল বিজেপি। সিপিএম একটিতে এগিয়ে রয়েছে। এদিকে এর আগে লোকসভা ও বিধানসভা ভোটে আলিপুরদুয়ারের চা 🥂বলয়ে ভালো ফল করেছিল বিজেপি। কিন্তু পঞ্চায়েতে একেবারে ধরাশা🐷য়ী।
১২৫১টি আসনের মধ্য়ে ৮০১টিতে তৃণমূল, ৩৭৯টিতে বিজেপি, ২১টিতে সিপিএম, ১৬টিত𝐆ে কংগ্রেস ও ২৪টিতে অন্যান্যরা জিতেছে।
আলিপুরদুয়ারে জেলা পরিষদে ১৮টি আসন। সেখানে রাত পর্যন্ত নির্বাচন কমিশনের সর্বশেষ ফলাফল জানা যায়নি। তবে ভোটের ফলাফলের যে ট্রেন্ড তা🐻তে বিজেপির শেষ ভরসা উত্তরবঙ্গেও মুখ থুবড়ে পড়ছে গেরুয়া শিবির। সামনেই লোকসভা ভোট। ঘুরে দাঁড়াতে না পারলে বিজেপির কাছে বড় অশনি সংকেত। এনিয়ে দলের নীচুতলার কর্মীদের মধ্য়ে হতাশা গ্রাস করছে। তবে বিজেপি নেতৃত্বের দাবি, প্রবল সন্ত্রাস চলেছে জেলা জুড়ে। ছাপ্পা ভোটও হয়♈েছে। তার জেরেই এই পরিস্থিতি তৈরি হল।