তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নের দিন বাড়ানোর দাবিতে মামলা। এমনকী ৮ জুনের পরিবর্তে ১৪ জুন পঞ্চায়েত নির্বাচন হোক চেয়েছিলেন তিনি। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর দাবি তো ছিলই। সেখানে স্পর্শকাতর জায়গা অর্থাৎ বুথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিয়ে ভোটের কথা কলকাতা হাইকোর্ট বললেও বাকি দাবি খারিজ করে দিয়েছে। এই আবহে এবার মনোনয়ন জমা দিতে গিয়ে সংঘর্ষের বাতাবরণ তৈরি হচ্ছে বলে অভিযোগ। আর এই অভিযোগ নিয়েই আজ বুধবার রাজ্য নির্বাচন কমিশনে হাজির হলেন 🦩বিরোধী🐼 দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিকে জেলায় জেলায় লাগাতার হিংসার ঘটনা ঘটছে বলে অভিযোগ তুলে তাঁꦰরা হাজির হয়েছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়–সহ অন্যান্যরা। মনোনয়ন জমা দিতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ তাঁদের। অশান্তির বিবরণ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে তাঁরা অ꧑ভিযোগ জানাতে পৌঁছেছেন। এই টিমে রয়েছেন শিশির বাজোরিয়া। নির্বাচন কমিশন সংক্রান্ত আইন তিনি গুলে খেয়েছেন। তাই সর্বদলীয় বৈঠকের পরদিনই অভিযোগ জানাতে হাজির তাঁরা। রাজীব সিনহার সঙ্গে কথা বলে তুলে দেবেন অভিযোগপত্র।
তবে বিজেপি–সহ বিরোধীরা অনেক বেশি মনোনয়ন জমা দিতে পেরেছেন। সেই নথি ইতিমধ্যেই জোগাড় করেছে তৃণমূল কংগ্রেস। ফলে বিরোধীদের এই অভিযোগ মানছে না শাসকদল। যদিও বুধবার পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পঞ্চম দিনে ভাঙড়, ক্যানিং, ইন্দাস, মিনাখাঁ–সহ কয়েকটি জায়গায় হিংসার ঘটনা ঘটেছে বলে বিরোধীদের অভিযোগ। তার মধ্যে ভাঙড় এবং ক্যানিংয়ে বড় আকার নিয়েছিল সন্ত্রাসের। ১৪৪ ধারা জারি থাক🤡া সত্ত্বেও ভাঙড়ে বোমা পড়েছে। সংঘর্ষে জড়িয়ে পড়েছে তৃণমূল–আইএসএফ।