৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ওই সময় বর্ষার বৃষ্টি হবে র𒁃াজ্যের বিভিন্ন জেলায়। আর তাতেই কপালে ভাঁজ পড়ছে রাজ্য নির্বাচন কমিশনের। ভরা বর্ষায় একাধিক সমস্যা সামলে কী ভাবে নির্বাচন করা যাবে তা নিয়ে চিন্তায় কমিশন।
(পড়তে পারেন। পঞ্চায়েত ভোটে নিচু পদে ডিউটি দেওয়া হয়ে🌳ছে, অভিযোগে হাইকোর্টে ৭ অধ্যাপক)
জল জমার সমস্যা
বৃষ্টিতে যদি বুথের আশপাশে এলাকায় জল জমে যায় তবে ভোটার♏রা ভোট দিতে গিয়ে সমস্যার মধ্যে ജপড়বেন। কী ভাবে তার ভোট কেন্দ্র পৌঁছে নিজের ভোট দেবেন তা ভাবাচ্ছে কমিশনকে। আবহাওয়া দফতরের পর্বাভাস বলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৪ জুলাই থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই সময় থেকে যদি নাগাড়ে কয়েকদিন ধরে বৃষ্টি হয় তবে বিভিন্ন এলাকায় জল জমে যেতে পারে। সেক্ষেত্রে ভোট কেন্দ্রে পৌঁছনো দায় হয়ে পড়বে ভোটারদের।
কমিশন সূত্রে জানা গিয়েছে, এই সব ভাবতে গিয়ে খরচ লাগাম ছাড়া করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। জেলার জন্য নির্দিষ্ট বাজেট মেনেই খরচ করতে হবে। ভোটকর্মীদের ছাতা বা রেনকোট🐟 দেওয়ার সিদ্ধান্ত জেলা প্রশাসনের উপরই ছেড়ে দিয়েছে নির্বাচন কমিশন।