গুড় বাতাসা, চড়াম চড়াম এসব একেবারে পেটেন্ট নেওয়া ছিল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। ভোট এলে তিনি ঠিক কী দাওয়াইয়ের কথা বলেন সেদিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকতেন বঙ্গবাসী। কিন্তু সেই অনুব্রতই আজ তিহার জেলে বন্দি। ভোট বাজারে অনুব্রত যে দুকথা শোনাবেন তার আর উপায় নেই। তবে এবার জলপাইগুড়ির ময়নাগুড়ির মাটিতে দাঁড়িয়ে সেই অনুব্রতর অভাব পূরণ করলেন মদন মিত্র।অনেকেই বলছেন অনুব্রত পার্ট ২। ময়নাগুড়ির দোমোহনিতে মঙ্গলবার সভা ছিল তৃণমূলের। সেখানে উপস্থিত ছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সেখানে বক্তব্য রাখতে গিয়ে মদন মিত্র বলেন, এই গরমে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যদি ক্লান্ত হয়ে আপনাদের কাছে এসে জল চায় তবে আপনারা গুড়-বাতাসা, মিষ্টি, জল দেবেন। সঙ্গে রুটিও দেবেন। কিন্তু তাদেরকে বলে দেবেন ভোট আমরা তৃণমূলকেই দেব। তবে কেন্দ্রীয় বাহিনীকে জল গুড় বাতাসা খাওয়ানো বলতে মদন মিত্র ঠিক কী ইঙ্গিত করতে চেয়েছেন সেব্যাপারে কোনও ব্যাখা তিনি দেননি।অন্যদিকে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী সুখী বাহিনী। ওদের দেখলে ভোটারদের বুক শক্ত হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী যত আসবে তত ভোটে জিতবে তৃণমূল।তবে এর আগে বিরোধীদের গুড় বাতাসা খাওয়ানোর নিদান দিতেন কেষ্ট মণ্ডল। এনিয়ে বিতর্ক একেবারে তুঙ্গে উঠত। বিরোধীরা বার বার অভিযোগ তুলেছেন, আসলে বীরভূমে অনুব্রত থাকাকালীন সেখানে চুপ সন্ত্রাস চলত। তৃণমূল নেতাদের রক্তচক্ষু দেখতে হত বিরোধীদের। এমনকী বিগত দিনে পুলিশকেও হুমকি দিতে পিছুপা হননি অনুব্রত। এতটাই দাপট ছিল তার। পুলিশকে বোমা মারার কথাও বলতেন তিনি।তবে এবার মদন মিত্রের মুখে গুড় বাতাসা খাওয়ানোর পরামর্শ। তবে সেটা বিরোধীদের নয়। সেটা কেন্দ্রীয় বাহিনীকে। এদিকে এর আগে বাংলার ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা নিয়ে দীর্ঘ টালবাহানা চলেছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা আটকাতে বার বার আদালতে গিয়েছে রাজ্য সরকার। আর অধিকাংশ সময়তেই এনিয়ে মুখ পুড়েছে রাজ্য সরকারের। তবে শেষ পর্যন্ত রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী আসার খবরে স্বস্তি পেয়েছেন অনেকেই।তবে সেই কেন্দ্রীয় বাহিনীকে গুড় বাতাসা দিয়ে কার্যত আপ্যায়ন করার কথা জানিয়েছেন মদন মিত্র। এর আগে তিনি রাজ্যপাল সম্পর্কে অত্যন্ত কুরুচিকর শব্দ প্রয়োগ করেছিলেন। এনিয়ে নিন্দার ঝড় উঠেছিল। তবে এবার তিনি একেবারে অনুব্রত স্টাইলে দাপিয়ে বেড়াচ্ছেন পঞ্চায়েত ভোটের প্রচার ময়দান। অনেকেই বলছেন মার্কেটে এবার অনুব্রত পার্ট ২ ।