আজ রাতেই এই সরকারকে উপড়ে ফেলে দিতে অমিত শাহকে চিঠি লিখবেন তিনি। মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ভোট♈গণনার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, এই ভোট মানি না। এই ভোটের ফলের নিরিখে🀅 কোনও বিশ্লেষণ করা ঠিক নয়।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘জঙ্গলমহল, উত্তরবঙ্গ, সিঙুর – নন্দীগ্রামের ফলের বিশ্লেষণে আমি যাব না। আমি এই ভোট মানܫি না। এই ফল মানুষের ফল নয়। অবৈধ নির্বাচন’।
শুভেন্দুবাবু জানান, ‘আমাদের নেতা স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহজির সঙ্গে ফোনে আমার বেশ🌳 কয়েকবার কথা হয়েছে। তাঁর হাত ধরেই আমার বিজেপিতে আসা। তিনি আমাকে পঞ্চায়েত হিংসা নিয়ে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে বলেছেন। আমি রাতের মধ্যে তাঁকে রিপো💮র্ট মেইল করে পাঠাব। এবং শেষ লাইনে লিখব, সময় হয়ে গিয়েছে। এই অগণতান্ত্রিক শক্তিকে আপনাকে তুলে ফেলে দিতে হবে’।
শুভেন্দুবাবুর দাবি, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে ৫ টি জেলা পরিষদ দখল করতে পারত বিজেপি। সিপিএম – কংগ্রেস জোট দখল করত মুর্শিদাবাদ জে▨লা পরিষদ।
তিনি বলেন🌞, ‘লোকসভাতে এই এলাকায় সাফ করব। যেখানে সুযোগ পেয়েছে এই নির্বাচনেই মানুষ বদলা নিয়ে নিয়েছে’।