পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে জোর কদমে প্রচারের ময়দানে নেমে পড়েছে উভ💃য় রাজনৈতিক দল। মূলত লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করেই প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। আর শাসক দল জয়ী না হলে যে লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে না তা নিয়ে ভ🍌োটারদের সতর্ক করছে তৃণমূল। এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ভোটারদের হুঁশিয়ারি দিলেন উত্তর দিনাজপুরের করণদিঘির তৃণমূল বিধায়ক গৌতম পাল। তার হুঁশিয়ারি তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে এরকমই বলতে শোনা যাচ্ছে বিধায়ককে। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজের টুইটার অ্যাকাউন্টে এই ভিডিয়ো পোস্ট করেছেন।
আরও পড়ুন: লক্ষ্মীর ভꦿাণ্ডারের টাকা পাওয়া আরও সহজ হল, বড় নিয়ম ব♌দল করল রাজ্য সরকার
ঠিক কী বলেছেন করণদিঘির তৃণমূল বিধায়ক ?
গৌতম পালꦉ বলেন, ‘একটা ভোটও নির্দল আর জোটকে দেবেন না। সিপিএম কংগ্রেসকে ভোট দেবেন না। কারণ তাদের ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে।’ ভিডিয়োতে তাঁকে আরও বলতে শোনা যায়, ‘সাগরদিঘিতে বায়রন বিশ্বাস কংগ্রেসের হয়ে জিতেছিলেন। কিন্তু তারপর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গিয়েছিল বাধ্য হয়ে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন।’ বিধায়কের বক্তব্য, তৃণমূল কংগ্রেস না থাকলে লক্ষ্মীর ভাণ্ডারও থাকবে না। বিধায়কের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই তৃণমূলকে পালটা নিশানা করেছে বিজেপি।💝 দলের সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, ‘কোন জনপ্রতিনিধি এভাবে বলতে পারেনা যে কোনও সরকারি প্রকল্প চলবে কি চলবে না।’ তাঁর দাবি, তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার চালানোর ক্ষমতা নেই। তৃণমূল ভোটে জিতলে এমনিতেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে।
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের প্রচারে লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করছে শাসক দল থেকে শুরু করে বিরোধীরা। একদিকে, শাসক দলের💙 প্রার্থীরা যেমন বিভিন্ন দেওয়াল লিখনে দাবি করছে লক্ষ্মীর ভাণ্ডার চালু রাখতে গেলে তৃণমূলকে জয়ী হতে হবে। অন্যদিকে, বিজেপি তৃণমূলের এই হুঁশিয়ারিকে কাজে লাগাচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে ৫০০ টাকা থেকে বাড়িয়ে প্রতিমাসে ২০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করেন। সেই থেকে তফসিলি জাতি এবং উপজাতি পরিবারের মহিলারা এই প্রকল্পের মাধ্যমে মাসে ১ হাজার টাকা এবং সাধারণ মহিলারা মাসে ৫০০ টাকা করে পাচ্ছেন। এখনও পর্যন্ত রাজ্যে ২ কোটি ১২ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা ভোগ করছেন। এই পরিস্থিতিতে ভোট টানার জন্য লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক। তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।