পঞ্চা♊য়েত নির্বাচনের দিন গ্রামবাংলার বেশ কয়েকটি জায়গা থেকে হিংসার ঘটনার খবর এসেছে। তার মধ্যে বিরোধী দলের পাশাপাশি প্রাণ গিয়েছে একাধিক তৃণমূল কংগ্রেস কর্মীর। এছাড়া বুথ দখল, ব্যালট ছিনতাই, বোমা–গুলি থেকে খুনের অভিযোগ সামনে এসেছে। এই অশান্ত পরিস্থিতিতে শুরু হয়ে গেল রাজনৈতিক তরজা। কারণ বিজেপির আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা বঙ্গ–বিজেপির পর্যবেক্ষক অমিত মালব্য টুইট করে লিখেছেন, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারে নেতড়া এলাকায় ভোট শুরুর আগে ব্যালট পেপার নষ্ট করা হয়েছে। আর একটি ভিডিয়ো তার সঙ্গে জুড়ে ‘ভাইপোর কেন্দ্রে’র ঘটনা বলে উল্লেখ করেছেন। পাল্টা ওই বিজেপি নেতার অজ্ঞানতা তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য।
ঠিক কী অভিযোগ বিজেপি নেতার? অমিত মালব্য আগেও বহু টুইট করে বিপাকে পড়েছেন। কারণ সেটি সত্য প্রমাণিত হয়নি। এবার তিনি টুইটে লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় গণতন্ত্রকে হাস্যকর জায়গায় নিয়ে গিয়েছে। ডায়মন্ড হারবারে তাঁর ভাইপোর লোকসভা কেন্দ্রে গ্রামবাসীরা ছাপ্পা মারা ব্যালট পেপার পেয়েছ🧸ে। নেতড়া গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর বুথ তৃণমূল কংগ্রেস দখল করে ভোট করিয়ে নিয়েছে। গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। রাজ্য নির্বাচন কমিশন আদালত অবমাননা করেছে। কারণ সেখানে কোনও সিসিটিভি ক্যামেরা বা নির🐻াপত্তা ছিল না।’ এই টুইটের সঙ্গে একটি ভিডিয়ো তিনি জুড়ে দিয়েছেন।
তারপর ঠিক কী ঘটল? অমিত মালব্য যে ভুল খবর ছড়াচ্ছে এবং বাংলা সম্পর্কে কিছু জানেন না সেটা পাল্টা টুইট করে তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। তিনি টুইটে লেখেন, ‘বিজেপির মাননীয় মুখপাত্র অমিত মালব্যজি, নেতড়া গ্রাম পঞ্চায়েত কখনও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে না। ভুয়ো খবর ছড়াবার বিশেষজ্ঞ, প্রতিনিয়ত ক🐈াজ করে যাচ্ছে খাঁচাবন্দি তোতা ℱপাখির মতো। এমনকী নির্বাচনের দিনেও। লজ্জাজনক।’ এই নেতড়া গ্রাম পঞ্চায়েত আসলে মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ফলে টুইট করে বেশ বিপাকে পড়লেন অমিত মালব্য বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: রবিবার সব তৃণমূল কংগ্রেস বিধায়ককে তলব🎉, পঞ্চায়েত নির্বা🌊চনের পরই জরুরি ডাক কেন?
পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত যাবতীয় খবর এবং লাইভ আপডেট জানতে ক🔯্লিক ক🤪রুন এখানে
ঠিক কী বলেছেন কুণাল ঘোষ? তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আরও খোঁচা দিয়েছেন। অমিত মালব্যের টুইটের প্রেক্ষিতে কুণাল টুইট করে লিখেছেন, ‘প্রথমত ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য পরিবেশ🅺ন করলেন আপনি। নেতড়া গ্রাম পঞ্চায়েত বললেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত। আর বিরোধী দ☂লনেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন, ওই লোকসভা কেন্দ্রে রিগিং হয়েছে। যদি এরকম ধরণের ঘটনা ঘটে থাকে তাহলে কেন পদক্ষেপ করলেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? কেন্দ্রীয় বাহিনী কি নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে সেসব দেখছিল? সত্যি অভিষেক কেমন করে বিজেপি নেতাদের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে।’