পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণে শনিবার বল্গাহীন হিংসা দেখেছে রাজ্যবাসী। এক দিনে ঝরে গিয়েছে ১৫টি প্রাণ। ময়দানে নেমে সেই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছেন স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার পর বলেছেন, রাজ্যপাল হিসাবে যা করার করব। আর সেই মন্তব্যের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দিল্লি রওনা দিলেন তিনি। সূত্রের খবর, দেখা করবেন অমিত শাহের সঙ্গে।গত কয়েক সপ্তাহ ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় ভোটসন্ত্রাস প্রত্যক্ষ করেছেন রাজ্যপাল। কোচবিহার থেকে কাকদ্বীপ ছুটে বেড়িয়েছেন তিনি। দেখা করেছেন রাজনৈতিক হিংসায় মৃতদের পরিবারের সঙ্গে। সাধ্যমতো সাহায্য করেছেন তাঁদের। দিয়েছেন ন্যায়বিচারের প্রতিশ্রুতি। শনিবারও ভোটগ্রহণ শুরুর আগেই রাস্তায় নামেন রাজ্যপাল। কলকাতা লাগোয়া একাধিক জেলার হিংসা কবলিত এলাকায় ছুটে বেড়ান তিনি। দিনের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, একজন রাজ্যপাল হিসাবে যা করার করব।রবিবার বিকেলে জানা যায়, দিল্লি যাচ্ছেন রাজ্যপাল। সন্ধ্যা সওয়া ৬টা নাগাদ রাজভবন থেকে রওনা দেওয়ার কথা তাঁর। সোমবার তাঁর বৈঠক হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। সেখানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে শাহকে রিপোর্ট দিতে পারেন তিনি। তুলে ধরতে পারেন পঞ্চায়েত নির্বাচনে বেলাগাম হিংসার কথা। একই সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার ভূমিকা নিয়েও ২ জনের মধ্যে বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে।