রাজ্যে ভোট হিংসায় মৃত্যু হল আরও ১ জনের। সোমবার সকালে মৃত্যু হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তৃণমূল কর্মী মইদুল শেখের (৪৫)। গত 𝔉শনিবার ভোটগ্রহণ চলাকালীন তাঁর ওপরে কংগ্রেস কর্মীরা হামলা চালিয়েছিল বলে অভিযোগ। এই নিয়ে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত হিংসায় রাজ্যে মৃতের স🏅ংখ্যা বেড়ে হল ৩৮।
মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, সোমবার সকাল ৭টা নাগাদ তাঁদের মইদুলেꦏর মৃত্যুর খবর জানানো হয়। গত শনিবার ভোট দিতে যাওয়ার সময় কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তিনি। প্রথমে বোমা ছোড়া হয়, পরে তাঁকে ধারালো কাটারি দিয়ে কোপায় দুষ্কৃতীরা। হামলায় মইদুলের মাথা ও ডান চোখে আঘাত লাগে। তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে গেলে কলকাতℱার NRS মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। শনিবার রাত থেকে সেখানে ভর্তি ছিলেন মইদুল। সোমবার সকালে মৃত্যু হল তাঁর।
মৃতের এক আত্মীয় জানিয়েছেন, মইদুল ভোট দিতে যাচ্ছিলেন। তখনই তাঁর ওপরে হামলা হয়। হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। কংগ্রেসের দুষ্কৃতীরা ওর ওপর হামলা চালিয়েছে। এলাকায় সক্রিয় তৃণমূল করতেন মইদুল। সেই রোষেই ত⛄াঁকে খুন করেছে কংগ্রেস।