রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণে শনিবার সকাল থেকে জেলায় জেলায় বয়েছে রক্তগঙ্গা। একে একে দিনভর প্রাণ গিয়েছে অন্তত ১৫ জনের। যদিও রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার দাবি শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যে নির্বাচন সংক্রান্ত কারণে মৃত্যু হয়েছে ১০ জনের। পুলিশ রিপোর্ট থেকে এই তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন কমিশনার।শনিবার পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে থেকেই হিংসা ছড়ায় রাজ্যে। কোচবিহারে বিজেপি এজেন্টকে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তার পর সময় যত এগিয়েছে তত বেড়েছে মৃত্যুমিছিল। সন্ধ্যায় ভোটগ্রহণ শেষ হলে মৃতের সংখ্যা পৌঁছয় পনেরোয়। যদিও কমিশন তখন জানায়, তাদের কাছে ৩ জনের মৃত্যুর খবর এসেছে। রবিবার কমিশনের তরফে জানানো হল মৃতের সংখ্যা ১০।যদিও কমিশনের দেওয়া তথ্য সঠিক নয় বলে দাবি বিরোধীদের। তাদের অভিযোগ, নিজেদের দায় ঢাকতে মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখাচ্ছে কমিশন। ঠিক যে ভাবে করোনাকালে মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর অভিযোগ উঠেছিল রাজ্য সরকারের বিরুদ্ধে।কমিশনের তরফে জানানো হয়েছে, শনিবার বিভিন্ন জেলার পুলিশ সুপারের কাছ থেকে পাওয়া রিপোর্টে ১০ জনের মৃত্যুর পিছনে নির্বাচন সংক্রান্ত কারণ রয়েছে বলে জানা গিয়েছে।