নিয়োগ দুর্নীতি, নেতাদের জেল, ইডি–সিবিআইয়ের তৎপরতা থেকে শুরু করে রাজ্যে বিজেপির অপপ্রচার এবং বারবার আদালতে মামলা করার পরও পঞ্চায়েত নির্বাচনে নিজেদের গড় ধরে রাখল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার থেকে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে এমন আবহ দেখা গিয়েছিল। আজ, বুধবার জেলা পরিষদে দেখা গেল তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। বিশেষ করে দক্ষিণ ౠ২৪ পরগনায় বেশিরভাগ জেলা পরিষদের আসন জিতে গড় ধরে রাখল ঘাসফুল শিবির। এমনকী গ্রাম পঞ্চায়েত নিয়েও সাফল্য অব্যাহত।
এদিকে বারুইপুরের ১৯টি পঞ্চায়েতই সংখ্যাগরিষ্ঠ পেল তৃণমূল কংগ্রেস। অধিকাংশ গ্রাম পঞ্চায়েত আসনে সিপিএম দ্বিতীয় স্থানে চলে এল। বিজেপিও আসন পেয়েছে। কুলতলিতে ৯টি পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। মন্দিরবাজার, রায়দিঘি, মথুরাপুরে কোনও পঞ্ౠচায়েত ত্রিশঙ্কু। আবার বিরোধীদের দখলেও গিয়েছে। জয়নগরে কয়েকটি পঞ্চায়েত ত্রিশঙ্কু। তবে বারুইপুর, জয়নগর ১ ও ২ এবং কুলতলির পঞ্চায়েত সমিতির আসনে তৃণমূলই এগিয়ে। ৬৩৮২টি আসনে লড়াই হয়েছে। তার মধ্যে ৩৩৭৪টি আসনে জয় পেয়েছে তৃণমূল। বাকিগুলিতে এগিয়ে রয়েছে।
অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের দখলেই থাকল। এই জেলার জেলা পরিꦗষদের মোট ৮৫টি আসনের মধ্যে ৮৪টিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস বলে খবর। একটি আসনে জয় পেয়েছে আইএসএফ। এই ফলাফলের পর সবুজ আবির থেকে ডিজে কিছুই বাদ নেই। কুলতলির ৯টি পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস এককভাবে জয় পেয়েছে। বহড়ু ক্ষেত্র পঞ্চায়েতের ১৬টি আসনের মধ্যে তৃণমূল ৭টি, নির্দল ৭টি ♚এবং বিজেপি ২টি আসন পেয়েছে। শ্রীপুর পঞ্চায়েতের ১৯টি আসনের মধ্যে তৃণমূল ৮টি, বিজেপি ৮টি আসন পেয়েছে। ১টি করে পেয়েছে নির্দল, কংগ্রেস, অন্যান্যরা।
আরও পড়ুন: রাত ২টো পর্যন্ত রাজ্য নির্বা♍চন কমিশনের দফতরে রাজীব সিনহা, কেন ছিলেন এতক্ষণ?
তবে বিরোধীরাও জোর টক্কর দিয়েছে। রায়দিঘির মথুরাপুর ২ ব্লকের ১১টি পঞ্চায়েতের মধ্যে কাশীনগর পঞ্চায়েত বিজেপি জয়ী হয়েছে। রায়দিঘি এবং কঙ্কণদিঘি প🧸ঞ্চায়েত ত্🌠রিশঙ্কু। মথুরাপুর ১ নম্বর ব্লকের শঙ্করপুর পঞ্চায়েত সিপিএম দখল করেছে। তবে এই আবহে পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশের রাতে রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালেন আইএসএফ কর্মীরা। পুলিশকে লক্ষ্য করে বোমা নিয়ে হামলা করে কয়েকজন আইএসএফ কর্মী বলে অভিযোগ। তার জেরে পুলিশের এর পদস্থ কর্তা গুলিবিদ্ধি হয়েছেন বলে খবর।