রুদ্রনীল ঘোষ। অভিনেতা, বিজেপি নেতা। পূর্ব বর্ধমানের রায়নায়🦩 বিজেপির ভোট প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে এবার বিস🍰্ফোরক অভিযোগ তুললেন রুদ্রনীল। পুলিশকে নিশানা করে তির ছোঁড়েন তিনি। একেবারে চাঁচাছোলা অভিযোগ করেছেন রুদ্রনীল।
তিনি প্রচারসভায় বলেন, ডিএ পাচ্ছে না বলে সরকারি কর্মীরা রাস্তায় বসে। কিন্তু ꦉপুলিশ রাস্তায় বসে নেই। কারণ ওরা চোরেদের পাহারা দেয়। চুরির টাকায় ভাগ না পেলে পুলিশও রাস্তায় বসত।
তিনি বলেন, ‘এখানে থিক থিক🤪 করছে পুলিশ। ওদের দিকে তাকাতে খারাপ লাগে। জানেন রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন না। তারা ভাতা পাচ্ছেন না বলে রাস্তায় বসে। কিন্তু পুলিশ রাস্তায় বসে নেই। কারণ ওরা চোরেদের পাহারা দেয়। চোরেদের চুরি করা টাকা ভাগ যদি না পেত তাহলে ওরাও রাস্তায় বসত। এটাই প্রমাণ দেয় ওরা আপনাদের চুরি করা টাকা বাড়িতে রাখে।’ এরপরই পুলিশকে আক্রমণ করে তিনি বলেন, ‘বাপ মা, বোন নেই। ঘুষের টাকা নিয়ে যখন বাড়✤িতে গিয়ে জামাটা খুলে খেতে বসিস তখন জিজ্ঞাসা করে না, বাবা এটা কি চুরির টাকার ভাগ!’ বিস্ফোরক রুদ্রনীল।
এনিয়ে পালটা কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, সরকারি একটি কর্পোরেশনে ছিলেন রুদ্রনীল। এরপর যেমনি সেই মেয়াদ ফুরিয়ে গেল তিনি এখন নানা কথা বলছেন। তিনি অভিনেতা। ওর💙 বাড়তি কী গুরুত্ব থাকবে। লোক জানে সবটা। আগে তো তৃণমূলেই ছিল। কমেডিয়ান, কমেডি করছে। সংবাদমাধ্যমে জানিয়েছেন কুণাল ঘোষ।
তবে এদিন পুলিশকে নিশানা করে রুদ্রনীল কটাক্ষ করার পরেই সভাস্থলে ব্যপক হাততালি পড়ে। তবে এদিন 🐽গোটা বক্তব্য জুড়েই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে একের পর এক সরব হন তিনি।
তবে এবারই প্রথম নয়। এর আগেও তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে নানাভাবে সরব হয়েছেন তিনি▨। নানা প্যারোডি, আবৃত্তি, ছড়ার মাধ্যমে তিনি শাসকদলের নানা অন্ধকারময় দিককে বার বার নিশানা করেছেন। এসব সোশ্য়াল মিডিয়♏ায় জনপ্রিয়ও হয়েছে প্রবলভাবে। এবার সামনে পঞ্চায়েত ভোট। ফের রাস্তায় নেমেছেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।
তবে এবার তাঁর নিশানায় রাজ্যের পুলিশ বাহিনী। সরাসরি আক্রমণ করলেন তিনি। রুদ্রনীল বলেন, পুলিশ রাস্তায় বসে 𒈔নেই। কারণ ওরা চোরেদের পাহারা দেয়। চোরেদের চুরি করা টাকা ভাগ যদি না পেত তাহলে ওরাও রাস্ত🌊ায় বসত।