রবিবার কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকরের মৃত্যুতে মর্মাহত হয়ে নির্বাচনী কর্মসূচি বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোয়ায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভার্চুয়াল সমাবেশে বক্তৃতা রাখার কথা ছিল। তবে সুর সম্রারজ্ঞীর মৃত্যুতে সেই সমাবেশ বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সংবাদ সংস্থা এএনআইকে এই প্রসঙ্গে বলেন, ‘গায়িকা লতা মঙ্গেশকরের মৃত্যুর পরে গোয়া😼 বিজেপি প্রধানমন্ত্রীর সমাবেশ এবং অন্য꧂ান্য প্রধান দলীয় অনুষ্ঠান বাতিল করেছে।’
প্রমোদ সাওয়ান্ত বলেন যে কিংবদন্তি গায়িকার মৃত্যুতে দুই দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে গোয়াতে। উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আজ গোয়া বিজেপির তরফে তাদের ইস্তেহার প্রকাশ করার কথা ছিল। তবে সেই অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। নীতিন গড়কড🌳়িরও এদিন একটি সমাবেশে বক্তৃতা রাখার কথা ছিল গোয়ায়। তবে সেই বৈঠকও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রমোদ সাওয়ান্ত। সাওয়ান্ত যোগ করেন, ‘লতা মঙ্গেশকর সকলের মধ্যে অমর হয়ে থাকবেন।’
এর আগে সকালে লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর পেয়েই পরপর টুইটে নিজের দুঃখে𝄹র কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী এদিন টুইট বার্তায় লিখেছেন, ‘আমি লতা দিদির কাছ থেকে সবসময় অগাধ স্নেহ পেয়ে এসেছি। এটাকে আমি আমার সম্মান বলে মনে করি। তাঁর সাথে আমার আলাপচারিতা অবিস্মরণীয় হয়ে থাকবে। লতা দিদির প্রয়াণে আমি আমার সহ নাগরিকদের সাথে শোকাহত। তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছি এবং সমবেদনা জানিয়েছেন। ওম শান্তি।’ মোদী আরও লেখেন, ‘তিনি আমাদের দেশে এমন এক শূন্যতা রেখে দিয়ে চলে গেলেন যা কখনও পূরণ করা যাবে না। ভবিষ্যত প্রজন্ম তাঁকে ভারতীয় সংস্কৃতি জগতের একজন অকুতোভয় মানুষ হিসেবে মনে রাখবে। তাঁর সুরেলা কণ্ঠে মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল।’