বাংলা নিউজ > ভোটযুদ্ধ > BJP in Meghalaya Assembly Election: কাজে দিল না মোদী ম্যাজিকও, গোমাংস খাওয়া বিজেপি প্রধানেরও হার মেঘালয়ে
প্রাথমিক ট্রেন্ডে ডবল ফিগার ছুঁলে যত বেলা গড়িয়েছে, মেঘালয়ে ততই পায়ের তলা থেকে জমি সরেছে বিজেপির। বিজেপিকে 'খ্রিষ্ঠান বিরোধী' দল আখ্যা দিয়ে এবার প্রচারে নেমেছিল তাদেরই জোটসঙ্গী এনপিপি। তবে সেই তকমা দূরে সরিয়ে মেঘালয়ে ভালো ফল করতে মরিয়া ছিল বিজেপি। আর তাই একক ভাবে ৬০টি আসনেই প্রার্থী দিয়ে নির্বাচনী ময়দানে নেমেছিল গেরুয়া শিবির। প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই রাজ্যের বিজেপি প্রধান আর্নেস্ট মাওরি এও বলেছিলেন যে তিনি নিজে গোমাংস খান। তবে খ্রিষ্ঠান বিরোধী তকমা ঘুচিয়ে এই রাজ্যে সেভাবে দাগ কাটতে ব্যর্থ হল বিজেপি। শুধু তাই নয়, রাজ্য সভাপতি আর্নেস্ট মাওরি নিজেও ভোটে হেরে যান। (আরও পড়ুন: ‘ত্রিপুরায়𒀰 নোটার কাছে হার’, মমতার দলকে ‘তোলামূল’ আখ্যা দিয়ꦓে তোপ শুভেন্দুর)