আসন্ন লোকসভা নির্বাচনের লক্ষ্যে আগামী সপ্তাহে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা꧒ শুরু হবে। তার আ♈গে আসন নিয়ে নিজেদের মধ্যে আলোচনা শুরু করল কংগ্রেস। বিভিন্ন রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক শুরু করছে পাঁচ সদস্যের ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি। এই কমিটি দলের সমস্ত রাজ্য নেতাদের আলোচনা শেষ করার পরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খগড়ের কাছে রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই আসন ভাগাভাগি নিয়ে সিদ্ধান্ত।নেবে কংগ্রেস।
আরও পড়ুন: ‘দেশে ইন্ডিয়া থাকলেও ব🌱াংলায় তৃণমূল একাই লড়বে’, জোট নিয়ে কী বার্তা মমতার
পাঁচ সদস্যের ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি গত সপ্তাহে গঠিত হয়েছিল। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল ওয়াসনিক এই কমিটির নেতৃত্বে রয়েছে। আসন সংক্রান্ত বিষয়ে শুক্রবার কংগ্রেস রাজ্যের নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্য🥂েই মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং আরও কয়েকটি রাজ্যের নেতাদের সঙ্গে আলোচনা ইতিমধ্যেই শেষ হয়েছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে প্রথম থেকেই তৃণমূলের সঙ্গে জোট করতে রাজি নয় রাজ্য কংগ্রেস নেতৃত্ব। সে ক্ষেত্রে বাংলায় কংগ্রেস নেতৃত্বের সঙ্গে শীর্ষ নেতৃত্বের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও পঞ্জাব এবং দিল্লিতেও আপ সরকারের বিরোধী হিসেবে রয়েছে কংগ্রেস। ফলে সেখানেও আম পার্টির সঙ্গে জোট করা নিয়ে আপত্তি জানাচ্ছে রাজ্য কংগ্রেস। জানা গিয়েছে, কমিটি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কংগ্রেস সভাপতিকে রিপোর্ট দেবে। এরপর জোটের সঙ্গে আসন নিয়ে আলোচনা শুরু হবে।