বাংলা নিউজ > ভোটযুদ্ধ > LIVE Result of Municipal Election 2022: হুগলিতে জিটি রোধ অবরোধ তৃণমূলের, রয়েছে কোন দাবি?
LIVE Result of Municipal Election 2022: হুগলিতে জিটি রোধ অবরোধ তৃণমূলের, রয়েছে কোন দাবি?
লাইভ আপডেটস
4 মিনিটে পড়ুন Updated: 02 Mar 2022, 05:55 PM IST লেখক Sritama Mitra
নদিয়া, হুগলি, হাওড়ার একাধিক পুরসভা রয়েছে আজকের ভোটের ফলাফলের অপক্ষায়। সদ্য রবিবার শেষ হয়েছে ১০৮ আসনে বাংলার পুরসভা ভোট। আর আজ সেই ভাগ্য গণনার ফলাফল প্রকাশ্যে আসতে চলেছে।
১০৮ পুরসভার ভোট সম্পন্ন হয়েছে রবিবার। উত্তেজনাপ্রবণ সেই ভোট পর্বের পর ২ রা মার্চ বুধবার ছিল তার ফলাফলের তারিখ। এই দিন নদিয়ার একাধিক জায়গায় প্রকাশিত হতে চলেছে পুরভোটের ফলাফল। নদিয়ার ভোট যুদ্ধে রয়েছে কৃষ্ণনগর পুরসভা, এছাড়াও নবদ্বীপের ২৪টি ওয়ার্ড, রানাঘাট পুরসভার ২০ টি, তাহেরপুরের ১৩ টি,বীরনগরের ১৪ টি, শান্তিপুরের ২৪ টি ওয়ার্ড, এছাড়াও রয়েছে কল্যাণী , হরিণঘাটা (১৭ ওয়ার্ড), চাকদহ (২১ ওয়ার্ড), গয়েশপুর (১৮ ওয়ার্ড) পুরসভার ভোট। এদিকে বিভিন্ন জটের সম্মুখীন থাকা হাওড়ায় নজর থাকবে উলুবꦅেড়িয়া পুর এলাকার দিকে। হুগলি পুরসভায় ভোট হয়েছে হুগলি-চুঁচুড়া, বাঁশবেড়িয়া, বৈদ্যবাটি, শ্রীরামপুর, চাঁপদানি, ভদ্রেশ্বর, রিষড়া, কোন্নগর, আরামবাগ, উত্তরপাড়া-কোতরং, তারকেশ্বর, ডানকুনি জায়গা। ফলে। এই এলাকাগুলির ফলাফলের দিকে থাকবে নজর। তবে তারই মাঝে আলাদা করে নজর কেড়েছে নদিয়া তাহেরপুর। সেখানে বামেরা ছিনিয়ে নিয়েছে পুরসভা। এছাড়া নদিয়ার বাকি আসনে তৃণমূল। অন্যদিকে হাওড়ার উলুবেড়িয়া ও হুগলির সর্বত্রই উড়েছে তৃণমূলের বিজয় নিশান।
02 Mar 2022, 05:55 PM IST
খোলা যায়নি ইভিএম, শ্রীরামপুরের একটি ওয়ার্ডে পুনর্নির্বাচন
ইভিএম খুলতে না পারায় শ্রীরামপুরের ১ টি ওয়ার্ডে ফের নির্বাচন। ফলাফল ৪ মার্চ। শ্রীরামপুরের ২ নমꦯ্বর ওয়ার্ডের ৩ নম্বর বুথে পুনর্নির্বাচন ঘোষণা করতে চলেছে রাজ্য নির্বাচꦯন কমিশন। নন্দলাল ইনস্টিটিউশন রুম নম্বর নম্বর ৩।এই বুথে EVM থেকে তথ্য উদ্ধার করা যায়নি।
02 Mar 2022, 05:50 PM IST
ভোট জয়ের পর মমতার বার্তা
বাংলা জুড়ে ১০৮ আসনের মধ্যে স💖েঞ্চুরি হাঁকাবার পর তৃণমূল কার্যত বিজয়ের উল্লাসে মাতোয়ারা। ‘আমরা যেন দায়িত্ব, নম্রতা, আনুগত্য ভুলে না যাই’ জয়ের পর এই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
02 Mar 2022, 03:07 PM IST
নদিয়ায় নবদ্বীপে বিজয়োল্লাস
বিরোধীশূন্য করে নবদ্বীপ পৌরসভা দখল করল তৃণমূল কংগ্রেস। পৌরসভার 24 টি ওয়ার্ডের বিরোধী শিবির বিজেপি, কংগ্রেস, সিপিআইএম সহ সিপিআইএমের প্রার্থীদের𒉰 পরাজিত করে প্রতিটি ওয়ার্ডেই রেকর্ড মার্জিনের ব্যবধানে🃏 জয়যুক্ত হয়েছেন তৃণমূল মনোনীত প্রার্থীরা।
02 Mar 2022, 03:05 PM IST
তাহের পুরে বাম-জয়োল্লাস!
এই জয় শান্তির জয়, উন্নয়নের জয়। তাহেরপুর পৌরসভা দখল রেখে প্রতিক্রিয়া দিলেন বামেদের জয়ী প্রার্থীরা। উল্লেখ্য,গোটা র𝔍াজ্য জুড়ে সবুজ ঝড় অব্যাহত থাকলেও একমাত্র নদীয়া তাহেরপুর পৌরসভা বামেরা নিজেদের দখলে রাখল।
02 Mar 2022, 01:25 PM IST
হাওড়ার উলুবেড়িয়ার ফলাফল
উলুবেড়িয়া পৌরসভা ভোটের ৩২ টি আসনের🀅 মধ্যে তৃণমূল ২৮ টা,কংগ্রেস ১, বিজেপি ১, নির্দল ১ ,𒆙 সিপিএম ১।
02 Mar 2022, 01:17 PM IST
কোন্নগর
মোট ওয়ার্ড ২০টি
তৃণমূল ১৭
সিপিএম ১(৭)
কংগ্রেস ১(১৩)
নির্দল ১(২০)
02 Mar 2022, 01:17 PM IST
ডানকুনি
মোট ওয়ার্ড সংখ্যা ২১
তৃণমূল ১৯
কংগ্রেস ১(৭)
নির্দল ১(২)
02 Mar 2022, 01:16 PM IST
তারকেশ্বর
তারকেশ্বর বিরোধী শ😼ূন্য। ১৫ টি আসনেই সেখানে ফুটেছে ঘাসফুল।
তাহেরপুর পুরসভা দখলে রেখে দিল সিপিএম। তাহেরপুরে ৮ টিতে জয়ী বামেরা, ৫ টি তৃণমূলের। 🌳এদিকে, ১𝓰০৮ আসনের মধ্যে গোটা বাংলায় ৯০ টি পুরসভা দখল করে নিয়েছে তৃণমূল।
02 Mar 2022, 10:48 AM IST
হরিণঘাটা পৌরসভা বিরোধীশূন্য
হরিণঘাটা পুরসভা বিরোধীশূন্য। ১৭ টি আসনের সব কয়টিতে✤ই দখল রাখল শাসকদল।
02 Mar 2022, 10:19 AM IST
কৃষ্ণনগরের চূড়ান্ত ফলাফল
কৃষ্ণনগরের ৪ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী জয়ী' ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জয়ী,৬ নম্বর ওয়ার্ডে কংগ্রে👍স প্রার্থী🐈 জয়ী।
02 Mar 2022, 10:18 AM IST
নদিয়ায় উৎসব
ফলাফল ঘোষণার পরই নদিয়ায় শুরু ♈উৎসব। সবুজ আবিরে সাজলেন জয়ীরা।
02 Mar 2022, 09:50 AM IST
হুগলিতে ঘাসফুল সুনামি!
হুগলির তারꦐকেশ্বর , মহেশতলা পুরসভা দখল ক🍷রে নিল তৃণমূল। শুরু বিজয়োৎসব।
02 Mar 2022, 09:48 AM IST
চলছে পর পর রাউন্ড গণনা
অন্তত ২ থেকে ১৮ রাউন্ড চলবে গণনা। ইতিমধ্যেই বহু জায়গౠায় ঘোষণা হয়েছে ফলাফল।
02 Mar 2022, 09:21 AM IST
উত্তরপাড়া পৌরসভা
উত্তরপাড়ার পুরসভার ভোটে ১ নং ওয়ার্ড তৃণমূল প্র🎃ার্থী পার্থ মজুমদার ৪৮৯ ভোটে জয়ী, ২ নং ওয়ার্ড সন্দীপ দাস তৃণমূল প্রার🍸্থী জয়ী, ৪ নং ওয়ার্ড সিপিআইএম প্রার্থী প্রবীর কংস বণিক জয়ী।
02 Mar 2022, 09:20 AM IST
নবদ্বীপের ফলাফল
নবদ্বীপ পৌরসভা পাঁচ নম্🤡বর ওয়ার্ডের তৃণমূল মনোনীত প্রার্থী ঝন্টু লাল দাস ২৬৯১ ভোটে জয়লাভ করেন। নবদ্বীপ পৌরসভার ৭♏ নম্বর ওয়ার্ডে ২১৫৮ ভোটে জয়ী মিতালি হালদার
02 Mar 2022, 09:14 AM IST
হুগলিতে ঘাসফুল ঝড়
চন্দননগর পুর ক𒊎র্পোরেশনের ভোটে হুগলিতে কার্যত ঘাসফুলের বিজয় নিশান দাপটে উড়তে দেখা গিয়েছিল। এরপর ২ মার্চের সকাল থেকেই হুগলির বুকে একই ট্রেন্ড দেখা যাচ্ছে পুরসভা ভোটের আঙিনায়। কোন্ননগরে ২ টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল, বৈদ্যবাটিতে ২ টি, ডানকুনিতে ১ টি ওয়ার্ডে জয়ী তৃণমূল। উত্তরপাড়া কোতরং পুরসভায় ২ টি ওয়ার্ডে জয়ী তৃণমূল।
02 Mar 2022, 08:15 AM IST
শুরু গণনা
বিভিন্নಌ কেন্দ্রে কড়া নিরাপত্তার ♈মধ্যে শুরু হয়ে গেল ভোট গণনা।
02 Mar 2022, 07:39 AM IST
নিরাপত্তা জোরদার
প্রতিটি গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে তিন জেলা༒র পুর𓆏সভা ভোটেই। আর খানিকবাদেই সামনে আসতে চলেছে ভোটের ফলাফলের ট্রেন্ড।
02 Mar 2022, 07:12 AM IST
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে গণনা
অপেক্ষার অবসান। আর খানিক বাদেই শুরু 𝕴হবে ১০৮ পুরসভা ভোটের ফলাফল গণনা।