যাঁর দাপটে একসময় বাঘে গরুতে একঘাটে (পড়ুন পর্ষদ-পুলিশ) জল খেত,সেই দাপুটে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির𒆙 হয়ে ভোটে দাঁড়ায়েছেন। তমলুকের প্রার্থী হয়ে। প্রচার চালাচ্ছেন জোর কদমে। শুক্রবারও প্রচার চালালেন হলদিয়া এলাকায়। এদিন তিনি হলদিয়া ইসকন মন্দিরে যান। সেখানে বেশ কিছুটা সময় কাটান। কীর্তনও করেন। বাজান খঞ্জনিও।
বিচারপতির পদ ছাড়ার পর একটি সাংবাদিক বৈঠক করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সাংবাদিক বৈঠকে তিনি বিজেপিতে যোগ দেওয়ার কথার জানান। তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার কথা শুনে অনেকেই মনে করেছিলেন তিনি সিপিএমে যোগ দেবꦡেন। সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্যের সঙ্গে তাঁর সখ্যতা দেখে তেমনটা অ💙নেকে মনে করেছিলেন।
সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দেন, তিনি সিপিএম যোগ দিচ্ছেন না। কারণ তিনি ভগবানে বিশ🌊্বাস করেন। শুক্রবার প্রচারে তাঁর সেই বিশ্বাসের ছবিই চোখ পড়ল।
আরও পড়ুন। প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশ🐲ন
এদিন তাঁর একাধিক কর্মসূচি ছিল। সকালে ব্রজলালচকে একটি র্যꦅালিতে অংশ নেন। পরে হলদিয়ায় ইসকন মন্দিরে যাওয়ার পথে শিব মন্দিরে পুজো দেন। পরে হলদিয়া ইসকন মন্দিরে বেশ কিছুক্ষণ কাটান। সেখানে তিনি পুজো দেন। পরে বেশ কিছুক্ষণ কীর্তনের সঙ্গে খঞ্জনিও বাজান। গলায় মালা পরে খঞ্জনি বাজাতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন। পদব🌳ী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দি🍃লেন বিজেপি প্রার্থী
তীব্র গরমের মধ্যে সেখান থেকে বেরিয়ে হলদিয়া পৌরসভা এবং হলদিয়া সিটি সেন্টারে কর্মীদের অভ্যর্থনা গ্রহণ করেন। 🎶; সেই সময় তিনি বলেন, ‘এত মানুষের উৎসাহ দেখে আমার ভাল লাগছে। আমার ধারণা বিজেপি বিরোধীরা এখানে কোন সমর্থন পাবেন ౠনা। ’
এরপর হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে কর্মীদের উচ্ছ্বাস এবং সংবর্ধনা গ্রহণ করেন । বিকেলে হলদিয়ার গিরিশ মোড় হয়ে হোড়ܫখালিতে ভারত সেবাশ্রম সংঘ আশ্রমে পৌঁছান । সেখানে একটি পথসভাও কর্নার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তাঁর সঙ্গে ছিলেন তমলুক জেলা বিজেপি সভাপতি তাপসী মন্ডল।
আরও পড়ুন। ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারাব’, বিজেপি নেতার মন্তব্যে আ🌞লোড়ন