দলের বিরুদ্ধে মুখ খুলে শুক্রবারই বিস্ফোরক দাবি করেছিলেন আরামবা🍃গের বিদায়ী তৃণমূলি সাংসদ আফরিন আলি। অভিযোগ করেছিলেন, ভোটে লড়ার টাকা না থাকায় তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। সেকথা তিনি জেলার এক সিনিয়র সাংসদকে জানিয়েছিলেন বলেও দাবি করেছিলেন তিনি। শনিবার তার জবাব ♊দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কার টাকা আছে তা দেখে তৃণমূলে টিকিট বণ্টন হয় না। ওদিকে শ্রীরামপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী কবিরশংকর বসুর দাবি, আফরিন আলির সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁদের। আর তাতেই টিকিট না পেয়ে অভিমানী আফরিনের বিজেপি যোগদানের জল্পনা তৈরি হয়েছে।
শনিবার সাংবাদিক বৈঠক করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কার কাছে টাকা আছে আর কার কাছে🐠 নেই আমি কী করে জানব? উনি যা দাবি করছেন তা সত্য নয়। তৃণমূলে কার কাছে টাকা আছে তা দেখে টিকিট দেওয়া হয় না। কে টিকিট পাবেন তা ঠিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার কাছে ২০১৯ সালে টাকা ছিল আর এখন টাকা নেই? এসব কথার কোনও মানে হয় না।’
ওদিকে শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবিরশংকর💟 বসু বলেন, ‘ওনার সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। সময় মতো সব জানতে পারবেন।’
আরও পড়ুন: বেলেঘাটা মেট্রো নিয়ে অসন্তোষ প্রকাশ C꧙RS-র! ‘পরীক্ষায় ফেলের জন্য’ দুষল পুলিশকে
কবিরশংকরের দাবি উড়িয়ে দিয়ে আফরিন আলি বলেন, ‘আমি কোনও বিজেপি নেতার সঙ্গে যোগযোগ করেছি এটা কবিরশংকরবাবু প্রমাণ করুন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন হিসাবে তৃণমূলে এসেছিলাম। সেভাবেই থাকব। কবিরবাবুকে বিধানসভা ভোটে হারিয়ে মানুষ বিদায় করে দিয়েছিল। উনি আবার হা♍রতে ফেরত এসেছেন। ওখানে কল্যাণদা বিপুল ভোটে জিতবেন। আমার আর্থিক অবস্থা সত্যিই খারাপ। আমার মা - বাবাকে নিয়ে আমি চিন্তিত।’
আরও পড়ুন: ‘তোমার বিচার হ👍ায় হায়’ বিজেপি প্রার্থী অভিজিতের বিরুদ্ধে ব্যানার মেদিনীপুর𓆉ে
আরামবাগের পর পর ২ বারের সাংসদ আফরিন আলিকে এবার টিকিট দেয়নি তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের অন্যতম বলে পরিচিত আফরিন টিকিট না পেলেও গত প্রায় ২০ দিন ধরে মুখ বন্ধ করে ছিলেন। শুক্রবার প্রথম মুখ খুলে তিনি বলেন, ‘আমার কাছে টাকা নেই। সেকথা জেলার এক অভিজ্ঞ সাংসদ ও হুগলির ২ মন্ত্রী জানতেন। তাই হয়তো দল আমাকে টিকিট দেয়নি।’ অভিমানের সুরে তিনি বলেন, ‘বেশ কয়েকজন এমন প্রার্থী রয়েছেন যারা ৪ বার টিকিট পেয়েছে💞ন। আমি হয়তো তাদের মতো যোগ্য নই। তাই দল টিকিট দেয়নি।’