আগে ছিলেন বিচারপতি। কর্মপ্রার্থীদের কাছে ভগবান। আর এবার সেই তিনিই তমলুকের বিজেপি প্রার্থী। তিনি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। প্রচার চলছে পুরোদমে। তবে সাধারণ মানুষের কাছে তিনি স্যার বলেই পরিচিত। দাদা বলে ডাকতেও সাহস পাচ্ছেন না বিজেপি কর্ম💎ীদের একাংশও। সূত্রের খবর। কীর্তনের আসরেও তিনি যাচ্ছেন। আবার কর্মীদের নিয়ে বৈঠকও করছেন। কিন্তু সাড়া কতটা মিলছে তা নিয়ে অবশ্য সংশয়টা থেকেই গিয়েছে। তমলুকের সাধারণ মানুষ কতটা তাঁর পাশে রয়েছেন তা নিয়েও নানা চর্চা চলছে এলাকায়।
তবে একেবারে নিপাট বাঙালি ভদ্রলোকের চিরাচরিত ইমেজকে সঙ্গে নিয়ে প্রচারে বেরোচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। গ্রামের মানুষের কাছ থেকে নানা বিষয় নিয়ে প্রশ্ন করছেন। আবার সংবাদমাধ্যমকে ধমকও দিচ্ছেন। তবে এর আগেও বিরোধীদের নিশানা করে তিনি নানা কড়া কথ🦄া শুনিয়েছিলেন। এবারও সেই কড়া হুঁশিয়ারি দিলেন তিনি।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, আপনারা খালি বলেন, কী বলবেন। আর আমি যদি বলি কিছু বলব না। তাহলে আপানাদের প্রতিক্রিয়া ঠিক কী হবে! নির্দিষ্ট বিষয়টা বওলুন। এরপর সাংবাদিকরা তাঁকে বলেন, দিলীপ ঘোষ বলছেন যে ঝড় এলে পোয়া বারো তৃণমূলের। এনিয়ে কী বলবেন?
অভিজিৎ গাঙ্গুলি বলেন, আমি দিলীপ ঘোষ নই। তবে জেনে রাখুন দিলীপ ঘোষ অত্যন্ত ভালো মানুষ। আর সিপিএমকে পার্টি অফিস ফিরিয়ি দেওয়া নিয়ে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের আশ্বাসের ব্যাপারে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, গণতন্ত্রে তো এমনটাই হওয়ার কথা। কেন সিপিএমের পার্টি অফিস দখল করে রেখেছে তৃণমূল সেটা খোঁজ নিয়ে দেখুন। কেন দখল করে রাখবে? তৃণমূল তো এর আগে প্রচন্ড স𝔉ন্ত্রাস চালিꦚয়েছিল। তৃণমূল দুর্বত্তদের দল, চোর ছ্যাঁচড়ের দল। সেকারণে তারা এসব করেছে। তখন যে পুলিশ ছিল সেটা তারা সঠিকভাবে মোকাবিলা করেনি। এবার তেমন ঘটনা যদি ঘটে তবে কিন্তু আমরা ছোট্ট শব্দবন্ধে বলতে চাই, মজা বুঝিয়ে দেব।
তবে এদিনও দেখা যায় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বার বার মেজাজ হারাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। নাকি রাজনৈতিক আঙিনায় অভিজ্ঞতা কম থাকার জন্য সব প্রশ্ন সামলাতে পারছেন না ꦓতিনি?
তিনি বলেন, যে বিধায়ক সন্ত্রাস করার চেষ্টা করছেন তাকে হুঁশিয়া🅠রি দিয়ে যাচ্ছি, আপনি যদি সন্ত্রাস বন্ধ না করেন তবে আপনার দিন ঘন♑িয়ে এসেছে। তদন্ত শুরু হবে। এমনকী দোষ প্রমাণিত হলে ঠিকানা হবে তিহাড় জেল এমনটাও দাবি করেন তিনি। নন্দকুমারের তৃণমূল বিধায়ককে নিশানা করে একেবারে তির ছোঁড়েন তিনি।