সামনেই লোকসভা নির্বাচনের দিন। তার আগে মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভার সাগরদিঘি এলাকায় রাতের অন্ধকারে ভোটারদের মধ্য়ে টাকা ব💫িলির অভিযোগ। এই অভিযোগকে কেন্দ্র করে সাগরদিঘি এলাকায় উত্তেজনা ছড়ায়। তৃণমূলের বিরুদ্ধে এই টাকা বিলির অভিযোগ উঠেছে। তবে তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ একেবারেই মানতে চাননি।
আগামী ৭ মে ভোট। এবারও মুর্শিদাবাদে জোর লড়াই। একেবারে ত্রিমুখী লড়াই। আর সেই লড়াইতে জায়গা করে নিতে রাতের অন্ধকারে টাকা বিলির অভিযোগ। বিজেপির তরফ থেকে এন🎐িয়ে তৃণমূলের বিরুদ্ধে আঙুল তোলা হয়েছে।
বিজেপির দাবি জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের ভাইপো আনারুল হক ওরফে বিপ্লব। সেই ভাইপোর বিরুদ্ধেই টাকা বিলির অভিযোগ। বিজেপির দাবি, রাতের অন্ধকারে কাবিলপুর এলাকায় টাকা বিলি করছিলেন। সেই সময় তাকে হাতেনাতে ধরে ফেলা হয়। উত্তেজিত জনতা তার গাড়ি ভাঙচুর করে। ঘটনার খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। পুলিশ গিয়ে 💜কোনওরকমে ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে। তবে টাকা বিলির অভিযোগ একেবারেই মানতে চাননি আনারুল।
আনারুল🐼ের দাবি, কাবিলপুরে আমাদের দলের একটা রুদ্ধদ্বার 💛বৈঠক ছিল। সেই বৈঠক শেষ করে বাড়ি ফিরছিলাম। সেই সময় কয়েকজন যুবক আমার গাড়িতে হামলা চালায়। আমি গোটা ঘটনার ভিডিয়ো করেছি। এমনকী তাঁর দাবি, গাড়িতে কোনও টাকা পাওয়া যায়নি।
এদিকে সূত্রের খবর, স্থানীয় এক বাম নেতার ছেলেকে তৃণমূলে দাঁড় করানোর জন্য চাপ দেওয়া হꦗচ্ছিল। এমনকী টাকার প্রলোভনও দেখানো হচ্ছিল। এসবের জেরেই বিপুল টাকা নিয়ে যাওয়া হয়েছিল। ক🎉িন্তু ওই ব্যক্তি তৃণমূলে যেতে চাননি। এরপরই এনিয়ে চাঞ্চল্য ছড়ায়। টাকা ছড়িয়ে ভোটারদের মন ভোলানোর অভিযোগ ওঠে।
তবে এই অভিযোগও মানতে চಌায়নি তৃণমূল। এদিকে বিজেপি এই꧋ ঘটনা নিয়ে সরব হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, এবার মুর্শিদাবাদে কঠিন লড়াই। একসময়ের কংগ্রেসের গড়ে ফের ঘুরে দাঁড়াতে চাইছে বাম-কংগ্রেস জোট। অন্যদিকে বিজেপি এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। মুর্শিদাবাদে আসন ছিনিয়ে নেওয়ার জন্য সবরকমভাবে চেষ্টা করা হচ্ছে। তবে সংখ্য়ালঘু ভোট কীভাবে গেরুয়া শিবিরের দিকে যাবে তা নিয়েও নানা চর্চা চলছে। অন্যদিকে তৃণমূলের কাছে এবার মর্যাদার লড়াই। বছরের পর বছর ধরে এই মুর্শিদাবাদে এসে থমকে যায় তৃণমূল। সেই মুর্শিদাবা🐼দ, মালদা থেকে আসন পাওয়ার জন্য কার্যত একেবারে মরিয়া হয়ে উঠেছে ঘাসফুল শিবির। সব মিলিয়ে লড়াই একেবারে জোরকদমে চলছে।