🍎ভোটের সন্দেশখালিতে ফের একবার উদ্ধার হল অস্ত্র। এবারও অভিযোগের তির তৃণমূলের দিকে। শুক্রবার সন্ধ্যায় সন্দেশখালির জেলিয়াখালিতে এক দুষ্কৃতীর কাছ থেকে একটি লং ব্যারেল রাইফেল উদ্ধার হয়। অভিযুক্ত গোলাম শেখ পলাতক।
আরও পড়ুন: বꦉাংলায় ক্লিন সুইপ 'দেখছেন' মোদী, শাহের গলায় আবার 'নির্দিষ্ট আসন সংখꦰ্যা'
পড়তে থাকুন: 'ভারতে সংখ্য๊ালঘুরা বিপন্ন…'🐼,মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির ডেটা তুলে ধরে আবেদন মোদীর
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় জেলিয়াখালির পিপড়াখালি ফেরিঘাটের কাছে তৃণমূলের পথসভা চলছি। তার চারিদিকে অস্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছিল দুষ্কৃতীরা। স্থানীয়রা দুষ্কৃতীদের তাড়া কওরলে তারা পালায়। কিন্তু গোলাম শেখ নামে এক দুষ্কৃতী ধরা পড়ে যায়। তার কাছ থেকে উদ্ধার হয় একটি ভাঙা আগ্নেয়াস্ত্র। এর পর স্থানীয়রা অভিযুক্তকে উত্তর মধ্যম দেন। এরই মাঝে এলাকা ছেড়ে পালায় সে। খবর পেয়ে পুলিশ আধিকারিকরা গিয়ে বন্দুকটি উদ্ধার করেন।
স্থানীয়দের দাবি, সশস্ত্র তৃণমূলের সভ💜া পাহারা দিচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনায় সন্দেখালি থানায় একাধিক দুষ্কৃতীর নামে অভিযোগ দায়ের করেছে বিজেপি। বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেন, সন্দেশখালিতে তৃণমূল নেতাদের দেখলেই মানুষ রে-রে করে তেড়ে যাচ্ছে। সেই ভয়ে সশস্ত্র দুষ্কৃতীদের দিয়ে ঘিরে সভা করছে তৃণমূল।
এই ঘটনায় অজ্ঞাඣতপরিচয়দের বিরুদ্ধে পুলিশে পালটা অভিযোগ দায়ের করেছেন দুষ্কৃতী গোলাম শেখের মা। পুলিশকে তিনি জানিয়েছেন, ওই ঘটনার পর থেকে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: 'যত সময় যাবে, তত বিকৃত হতে পারে 🍃প্রমাণ', রামনবমী হিংসা নিয়ে পর্যব🅷েক্ষণ হাই কোর্টের
ঘটনার তদন্ত শুরু করেছে সন্দেশখালি থানার পুলিশ। কী করে তৃণমূলের সভায় আগ্নেয়াস্ত্র এল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনা𒅌য় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি ও তৃণমূল। তৃণমূলের দাবি, তাদের সভায় হামলা চালাতে সশস্ত্র দুষ্কৃতীদের মোতায়েন করেছিল বিজেপি। পালটা বﷺিজেপির দাবি, তৃণমূলের সভা পাহারা দিতে তৃণমূল নেতারাই দুষ্কৃতীদের সঙ্গে এনেছিলেন। স্থানীয়রা জানিয়েছে, যাদের দেখা গিয়েছে তারা এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলেই পরিচিত।