রাত পোহালেই ২০২৪ লোকসভা ভোট। তার আগে সরগরম কাশ্মীর থেকে কন্যাকুমারীতে জোরলো প্রস্তুতি। এদিকে এরই মাঝে ভাইরাল হয়েছে বিজেপির বিধায়কের একটি মন্তব্য। অসমের বিজেপির বিধায়ক বিজয় মালাকারের একটি মন্তব্য সদ্য শিরোনাম কেড়েছে। অভিযোগ, তিনি বলছেন, বিজেপিকে ভোট না দিলে বুলডোজারের মুখে পড়তে হবে। যদিও পꦑরে তিনি সাফ অস্বীকার করে তাঁর বক্তব্য তুলে ধরেন।
কংগ্রেসের করিমগঞ্জের নেতারা বিজেপি নেতার এই মন্তব্যের বিরুদ্ধে থানার দ্বারস্থ হয়েছেন। এফআইআর হয়েছে দায়ের। কংগ্রেসের দাবি মালাকার বলেছেন, যদি বিজেপি কম ভোট পায়, তাহলে তিনি পদক্ষেপ করবেꦆন। কংগ্রেসের দাবি, বিজয় মালাকারের বক্তব্য, ‘ ভোট শেষ হবে ৬ জুন, আর তারপরের দিন থেকেই ব্যবহার হবে বুলডোজার।’ অসমের করিমগঞ্জের রতবারি কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার। তিনি সাফ জানিয়েছেন, এমন কোনও বক্তব্যই তিনি বলেননি। হিমন্ত বিশ্বশর্মার পার্টির এই সদস্য তাঁর পার্টির নেতাদের সঙ্গে বসেই সদ্য ৪৬ মিনিটের ওই ভাষণ দিয়েছেন, যা নিয়ে বিতর্ক তুঙ্গে। বিজয় মালাকার বলছেন,'আমি ভাইরাল ভিডিওটি দেখেছি এবং পরে আমি আমার পুরো বক্তব্যটি আবার দেখেছি, যা ফেসবুকে উপলব্ধ। আমি স্থানীয়দের বলেছি, ‘কয়েক দশক ধরে ๊এখানে বসবাস করেও তারা জমি পাত্তা থেকে বঞ্চিত হয়েছেন.. ’, তিনি বলছেন, ' তাদের আর বুলডোজারে ভয় পাওয়া উচিত নয় কারণ বিজেপি তাদের জমি পাত্তা দিতে চলেছে।' বিজয় মালাকারের বক্তব্য, তাঁর ভাষণের ভিডিও কাটছাঁট করে বিজেপি তা পোস্ট করছে।
( SC On EVM-VVPAT Issue: সব কিছু নিয়ে সন্দেহ করা যায় না- ইভিএম মামলায় সাফ জান🐻াল সুপ্রিম কোর্ট)
পাল্টা কংগ্রেসকে একহাত নিয়ে অসমের বিজেপি বিধায়ক বিজয় মালাকার বলছেন, ‘ তাঁরা জানেন তাঁদের কাছে অফার করার কিছু নেඣই, তাদের ওপর আস্থা হারিয়ে গিয়েছে, তাই তাঁরা আমাদের ছবি নষ্ট করার জন্য এই কৌশলগুলি ব্যবহার করছে। যারা ভিডিও শেয়ার করেছে আমরা তাঁদের চিহ্নিত করেছি এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ এদিকে, কংগ্রেসের বদরপুর কমিটির আবদুল কাসিম তালুকদার বলেছেন,যে তাঁরা নির্বাচন সংক্রান্ত সংশ্লিষ্ট অফিসারের কাছে অভিযোগও দায়ের করেছেন এবং তদন্তের দাবি জানিয়েছেন। এর আগে, করিমগঞ্জে কংগ্রেস নেতা হাফিজ রশিদের বিরুদ্ধে রিগিং প্রমোট করার অভিযোগ উঠেছিল। তা নিয়েও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।