আবাস যোজনা নিয়ে বাংলায় বেশ কয়েক মাস ধরেই রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। একদিকে বিজেপির দাবি, দুর্নীতির জেরে কেন্দ্রের থ♓েকে রাজ্য সরকারকে আর টাকা দেওয়া হচ্ছে না। অপরদিকে তৃণমূলের দাবি, বিজেপির বঞ্চনার শিকার বাংলার সাধারণ মানুষ। এই সবের মাঝেই আবাস যোজনার টাকা দেওয়ার প্রস্তুতি করছে রাজ্য সরকার। সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হচ্ছে, ভোট মিটলেই আবাস যোজনার টাকা দেওয়ার জন্য যাবতীয় কাজ সেড়ে রাখছে নবান্ন। আর ভোটের মাঝেই আবাস যোজনা নিয়ে প্রতিশ্রুতি দিয়ে নাকি সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি, সিপিএম। অভিযোগ, মথুরাপুরে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নাম এবং ফোꦅন নম্বর সংগ্রহ করে আবাস যোজনার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছে তৃণমূল।
বিগত বছরগুলিতে সুন্দরবন বারবার আক্রান্ত হয়েছে ঘূর্ণিঝড়ে। গরিব মানুষের বাড়ির চাল উড়েছে। ভেঙে গিয়েছে বাড়ির দেওয়াল। সেই সব মানুষের মাথা গোঁজার জন্যে রাজ্য সরকার যে ত্রিপল দিয়েছে তা 'চুরি' করার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধেই। এমনকী সরকারের দেওয়া ক্ষতিপূরণের টাকা নিয়েও নয়-ছয় হওয়ার অভিযোগ উঠেছে। এই আবহে সুন্দরবনের ভোটাররা যাতে তৃণমূলের থেকে মুখ না ফিরিয়ে নেয়, তাই আবাস যোজনার প্রতিশ্রুতি নিয়ে নাকি স্থানীয় নেতারা বাড়ি বাড়ি ঘু💧রছেন। বিরোধীদের দাবি, মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা, সাগর, মথুরাপুর এক নম্বর ও মথুরাপুর দু’নম্বর, কুলপি ব্লকের বহু বাসিন্দা রনাম আবাস যোজনার তালিকায় থাকলেও তারা টাকা পাননি। অনেকের আবার আবেদন খারিজ হয়েছে বারহার। এই সব নিয়ে চরমে উঠেছে দুর্নীতি। তৃণমূলের নীচুতলার নেতাদের বিরুদ্ধে সেই দুর্নীতির অভিযোগ। এই আবহে লোকসভা ভোটের প্রাক্কালে দলের তরফ থেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনা নিয়ে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের।
গত বছর মে মাসে আবাস যোজনার তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই দুর্নীতির অভিযোগ উঠেছিল রাজ্যে। সেই সময় সাধারণ মানুষের ক্ষোভের আগুন নেভাতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে ময়দানে নামতে হয়েছিল। এরপরে 'খেলা ঘোরাতে' কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধেই বঞ্চনার অভিযোগ তোলে তৃণমূল। পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেছিলেন, বাংলায় আবাস যোজনার বাড়ি তাঁর সরকার গড়ে দেবে। তবে সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। এই আবহে লোকসভা ভোটের আগে মথুরাপুর লোকসভা কেন্দ্রের বহু জায়গায় গিয়ে সাধারণ মানুষের ফোন নম্বর নিচ্ছে তৃণমূল কর্মীরা। নির্বাচনের মুখে নতুন করে আবাসের বꦏাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় তৃণমূলের বিরুদ্ধে উঠেছে বিধি ভঙ্গের অভিযোগ। যদিও এই অভিযোগ প্রসঙ্গে পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা বলেন, 'আবাস যোজনার টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়ে দেবে। মানুষকে এটাই বোঝানো হচ্ছে। এতে বিধি ভঙ্গের কিছু নেই।'