লোকসভা ভোটের জন্য বিজেপির হয়ে প্রচার করতে বাংলায় এসেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার তিনি ব্যারাকপুরে অর্জুন সিংহের হয়ে একটি জনসভায় ভাষণ রাখেন। সেখানে তিনি অসমের 'ডবল ইঞ্জিন' সরকারের কথা তুলে ধরেন। কলকাতার উপকণ্ঠে দাঁড়িয়ে হিমন্ত গতকাল দাবি করেন, অসমের থেকে বর্তমানে বাংলা অনেকটা পিছিয়ে। আর এর জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দুষলেন। পাশাপাশি নি𝓰জের দাবির পরিপ্রেক্ষিতে নানান যুক্তি ও তথ্য তুলে ধরেন হিমন্ত।
এদিন জনসভা থেকে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বা൩ংলায় কলকাতা সহ নানান জায়গায় পেট্রোলের দাম ১০৩ টাকা প্রতি লিটার। তবে অসমের গুয়াহাটিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৬ ট♓াকা করে। অর্থাৎ, প্রতি লিটারে ৭ টাকা কম। এই আবহে বাংলায় পেট্রোলের দাম বেশি হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তোলেন হিমন্ত। অসমের মুখ্যমন্ত্রী বলেন, 'দ্রব্যমূল্য বৃদ্ধির ইস্যু তুলে বিজেপিকে ভোট না দেওয়ার কথা বলে তৃণমূল কংগ্রেস। তবে এখানকার সরকারই জ্বালানি তেলের ওপর বেশি কর ধার্য করেছে। তাই এখানে জিনিসপত্রের দাম অসমের থেকে বেশি।'
এদিকে বাংলা🐎 ও অসমের সরকারি কর্মীদের ডিএ-র ফারাকের কথাটিও তুলে ধরেন হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ্য, বাংলায় বিগত প্রায় দেড়বছর ধরে রাজ্য সরকারি কর্মীদের একাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন। এই আবহে হিমন্ত বলেন, বাংলায় বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের ১৪ শতাংশ হারে ডিএ দেওয়া হয়, তবে তাঁর রাজ্যের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ৫০ শতাংশ করে মহার্ঘ ♔ভাতা পান। এই আবহে বাংলাতেও 'ডবল ইঞ্জিন' সরকার আনার পক্ষে সওয়াল করেন হিমন্ত। এদিকে সরকারি চাকরি দেওয়া নিয়েও বাংলার সঙ্গে অসমের তুলনা টানেন হিমন্ত। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে খোঁচা দিয়ে হিমন্ত বলেন, 'ছোট রাজ্য হওয়া সত্ত্বেও অসমে ১ লাখ সরকারি চাকরি দেওয়া হয়। তবে সেখানে দুর্নীতির অভিযোহ ওঠে না। আর এখানে ২৩ হাজার চাকরি দেওয়ার ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। রাজ্যে মন্ত্রীদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।'
এদিকে হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, বাংলা থেকে এবারে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে মাত্র ৫ থেকে ১০টি আসন যাবে। তিনি বলেন, 'তৃণমূল কংগ্রেস খুব বেশি হলে পাঁচ থেকে দশটা আসন পাবে এবারের♔ নির্বাচনে। তাঁরা কেন্দ্রে সরকার গড়তে পারবে না। কেন্দ্রে ফের একবার মোদীর সরকারই গঠিত হবে। এবারে বিজেপি ৪০০ আসনের বেশি নিয়ে সরকার গঠন করবে। তার মধ্যে একটি আসন হবে এই ব্যারাকপুর।'