লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল কংগ্রেস এবং অন্যান্য বিরোধীরা। সেই সংক্রান্ত অভিযোগের পর নির্বাচন কমিশনের নোটিশের জবাব দিয়েছেন বিজেপির সভাপতি জেপি নড্ডা। তাতে প্রধানমন্ত্রী༒কেღই সমর্থন জানিয়েছেন বিজেপি সভাপতি। তিনি উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রীর মোদীর বক্তব্য, ‘বাস্তবসম্মত’ এবং তিনি কোনও নির্বাচনী বিধি ভঙ্গ করেননি। পালটা কংগ্রেসের বিরুদ্ধে অর্থনৈতিক এবং ভাষাগত বিভাজনের অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন জেপি নড্ডা।
আরও পড়ুন: মোদী-রাহুলের বিধি☂ভঙ্গ ন🐬িয়ে নোটিশের জবাব কং-BJP’র, খতিয়ে দেখে ব্যবস্থা নেবে EC
একদিকে যেমন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছিল কংগ্রেস। অন্যদিকে, রাহুল গান্ধীর๊ বিরুদ্ধেও বিদ্বেষমূলক বক্তব্🉐যের অভিযোগ তুলে নির্বাচন কমিশনারের দ্বারস্থ হয়েছিল বিজেপি। এর ভিত্তিতে গত ২৫ এপ্রিল দুটি জাতীয় দলের প্রধানদের নোটিশ পাঠানো হয়েছিল।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বিজেপি সভাপতি জেপি নড্ডা সোমবার সন্ধ্যায় কমিশনের💙 কাছে♕ মোদীর সমর্থনে উত্তর জমা করেছেন। অন্যদিকে, গত সপ্তাহে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রাহুল গান্ধীর সমর্থনে নিজের জবাব দাখিল করেছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, উত্তরে বিজেপি সভাপতি জেপি নড্ডা কংগ্রেসের বিরুদ্ধে উত্তর-দক্ষিণ ভারতের মধ্যে অর্থনৈতিক এবং ভাষাগতভাবে বিভাজন তৈরি করার চেষ্টা করছে।
প্রসঙ্গত, রাজস্থানের বাঁশওয়াড়ায় বক্তৃতা রাখার সময় প্রধানমন্ত্রী মোদী রাম মন্দির এবং কংগ্রেসের ইস্তেহার উল্লেখ করে তীব্র কটাক্ষ করেছিলেন। তিনি বলেছিলেন, কংগ্রেসের ইস্তেহারে মুসলিম লিগের ছাপ রয়েছে। এছাড়াও হিন্দু মহিলাদের সম্পত্তি অনুপ্রবেশকারী এবং মুসলিমদের মধ্যে কংগ্রেস বিতরণ করতে চায় বলেও মন্🀅তব্য করেছিলেন মোদী। 💫;
পিড়ুনঃ মোদী-রাহুল দুজনের বিরুদ্ধেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ✱! নড়েচড়ে বসল EC, নোটিস খাড়গে-নড্ডাদের
প্রধানমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে বিজেপি সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য বাস্তব সম্মত ছিল। এর পাশাপাশি মোদীর সুরে তিনিও উত্তরে উল্লেখ করেছেন মুসলিম লিগের মতো কংগ্রেসও দেশকে ভাগ করার চেষ্টা করছে। তাদের ইস্তেহারে মুসলিম লিগের ছাপ রয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন, রাম মন্দিরের উদ্বোধন থেকে দূরে থেকে কংগ্রেস পাপ করেছে। তবে দুই দল꧅ের উত্তর খতিয়ে দেখে নির্বাচন কমিশন পদক্ষেপ করবে বলেই জানিয়েছে।