তিনি বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। তাঁর হাত ধরেই বাংলায় পায়ের তলার জমি শক্ত হয়েছে পদ্ম শিবিরের। এহেন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষকে এই লোকসভা ভোটে প্রার্থী করা হলেও বদল করা হয়েছে তাঁর কেন্দ্র। মেদিনীপুর থেকে সোজা বর্ধমান-দুর্গাপুর আসনে পাঠানো হয়েছে তাঁকে। গতকালই পঞ্চম দফায় বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। বাংলার আরও ১৯টি কেন্দ্রে প্রর্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সেখানেই ছিল দিলীপ ঘোষের নাম। প্রসঙ্গত, মেদিনীপুর থেকে যে দিলীপকে সরানো হতে পারে, সেই জল্পনা ছিলই। সেই মতোই বাংলার প্রাক্তন বিজেপি সভাপতিকে রাঢ়বঙ্গের কঠিন পিচে পাঠানো হল। সেখানে তাঁর প্রতিপক্ষ হতে চলেছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপির টিকিটে দু'বারের প্রাক্তন সাংসদ কীর্তি আজাদ। (আরও পড়ুন: 'প্রেশার🍸 গেমে' রাজু ভাঙলেন 'ট্রেন্ড', BJP বিধায়কের বিদ্রোহে গরমিল হতে পারে অঙ্ক?)
আরও পড়ুন: JNU ছাত্র সংসদ ভোটে লালঝড়ဣ, সহসভাপতি হলেন রামকৃষ্ণ মিশনে পড়া শিলিগুড়ির তরুণ
এদিকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দিলীপ ঘোষ নিজে কী বললেন? এককালে আরএসএস করা 💟নেতার গলায় হালকা অভিমানের সুর শোনা গেলেও তিনি যে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তা জানিয়ে দিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বললেন, 'মেদিনীপুরেই দাঁড়াতে চেয়েছিলাম। তার জন্য মানসিক ভাবে প্রস্তুত ছিলাম। তবে দল মনে করেছে, আমাকে ওখানে দাঁড় করানো দরকার। তাই সেই কেন্দ্রে প্রার্থী করেছে। দল আমার ওপরে ভরসা দেখিয়েছে। তাই কঠিন কেন্দ্র দিয়েছে। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। মোদীজি যেখানে দাঁড় করাবেন সেখানেই দাঁড়াব। মোদীজির ৩৭০ আসনের লক্ষ্য পূরণ করতে ঝাঁপাতে হবে। ওই আসনটা দলকে জিতিয়ে দিতে হবে।'
আরও পড়ুন: দার্জিলিঙে রাজুকেই প্রার্থী করল BJP, আনন্দে নাচ পাহাড়ের ꧋বিধায়কের, ভাইরাল ভিডিয়ো
এদিকে রাঢ়বঙ্গে লড়াইটা কি বেশি কঠিন হবে? দিল𓆉ীপ ঘোষের সাফ বক্তব্য, 'আমি কঠিন প্রতিপক্ষকে হারিয়ে বারবার জিতেছি। যখন আমি খড়গপুরে প্রার্থী হয়েছিলাম, তখন চা𝔉চাজিকে হারিয়েছিলাম। মেদিপুরে মানস ভুঁইঞাকে হারিয়েছিলাম। দু'জনেই আমার থেকে সিনিয়র। বাংলার কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত সর্বত্র তাঁর চেনা। আরএসএস করা কালীন আমি সাইকেলে করে আসানসোলের আশেপাশে ঘুরে বেড়াতাম। ওখানের লোকে আমাকে চেনে। কালকেই বর্ধমান চলে যাব। বডি ফেলে দেব ওখানে। মোদীজি যেখানে দাঁড় করাবে সেখানেই দাঁড়াব। আমি কাউকে ভয় পাই না।' এদিকে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, 'কীর্তি আজাদ কবে ক্রিকেট খেলেছেন কেউ জানে না। তিনি বহুদিন রাজনীতির বাইরে ছিলেন। ওঁকে ওখানকার কেউ চেনে না। এখানে লোক নেই তাই বাইরের লোককে ধরে ভোট করাতে হচ্ছে।'
এদিকে বিগত একবছর ধরে মেদিনীপুরে মাটি তৈরি করে সোজা রাঢ়বঙ্গে গিয়ে প্রার্থী হওয়ায় 'সময় কি কমে গেল'? এই প্রশ্নের জবাবেও ছক্কা হাঁকান দিলীপ। আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, 'আলুওয়ালিয়াজি ১৫ দিনে এই কেন্দ্র জিতেছিলেন। আমার হাতে তো দেড়মাস সময় রয়েছে। তা ছাড়া গোটা পশ্চিমবঙ্গের মাটিই বিজেপির জন্য তৈরি আছে। বাকিদের তো অস্তিত্ব রক্ষার লড়াই।' এদিকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই মেদিনীপুর থেকে বিজেপির টিকিট পাওয়া অগ্নিমিত্রা🐈 পাল দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেই প্রসঙ্গে দিলীপ বলেন, 'উনি আশীর্বাদ চাইতে এসেছিলেন। আমি বললাম, ‘যাও জেতার জন্য মেদিনীপুরের আসন রেডি আছে। গিয়ে লড়ো। এখানে আমার তোমার বলে কিছু নেই। আমিও একজনের আসনে গিয়েছি।'