পঞ্চম দফার নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ইস্যুতে অধীর চৌধুরীকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেই ঘটনার পরে কলকাতায় বিধান ভবনের পাশে কংগ্রেসের পোস্টারে খাড়গের ছবিতে কালি লাগানো হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার বঙ্গ কংগ্রেসের থেকে জবাবদিহি চাইল হাইকমান্ড। কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল এই নিয়ে বলেন, 'এই দলবিরোধী কার্যকলাপকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে কংগ্রেস।' (আরও পড়ুন: কলকাতা পুরসভার ওপর বিরক্তি, মেট্রোর কাজ নিয়ে 'মঙ্ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚগলবার্তা' শোনাবে আদালত?)
আরও পড়ুন: ১২% এগিয়ে থেকেও 'হার' চব্বিশের বাংলার, আসন ধরে ধরে স🎃ামনে🏅 ভোটের কোন অঙ্ক?
এর আগে গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়া জোট নিয়ে মন্তব্যের পর অধীর চৌধুরী বলেছিলেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করা যায় না। তবে অধীর চৌধুরীর এই মন্তব্যের বিরোধিতা করে তাঁকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন খাড়গে। এরপর ১৯ মে কলকাতায় কংগ্রেসের রাজ্য সদর দফতরের কাছে পোস্টার ও হোর্ডিংয়ে খাড়গের মুখ বিকৃত করা হয়। খাড়গের ছবির নীচে লেখা হয় - 'তৃণমূল কংগ্রেসের এজেন্ট'। পরে এই ঘটনার নিন্দা জানান অধীর চৌধুরী নিজে। বহরমপুর থেকেই অধীর বলেন, 'দলের নেতৃত্বের মধ্যে মনোমালিন্য হতে পারে। তাই বলে কারও ছবিতে কালি লাগানো ঠিক নয়।' (আরও পড়ুন: ডিএ-র পর গ্র্যাচুಞই🥃টি নিয়ে নয়া নির্দেশ, চাকরিজীবীদের মুখের হাসি কেড়ে নিল EPFO)
আরও পড়ুন: ৩ দিনে কলকাতায় সোনার দাম বাড়ল ১৪০০, রু🌞পোর রেটে ♒লাফ ৬৩৫০ টাকার!
এর আগে অধীর চৌধুরীকে কড়া বার্তা দিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মমতা ইস্যুতে বলেন, 'অধীর চৌধুরী সিদ্ধান্ত নেবেন না, সিদ্ধান্ত আমরা নেব, কংগ্রেস পার্টি নেবে। হাইকমান্ড আমরা, আমরা যা বলব তা মানতে হবে, না মানলে বেরিয়ে যেতে হবে।' পাশাপাশি মমতার ইন্ডিয়া ব্লকে থাকা নিয়ে খাড়গে বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বাꦓইরে থেকে সমর্থনের কথা বলেছিলেন, আর বাইরে থেকে সমর্থন কোনও নতুন বিষয় নয়। প্রথমে ইউপিএ সরকারে বামেরাও বাইরে থেকে সমর্থন করেছিল। পরে অবশ্য মমতার এও বলেছেন, যে তিনি ইন্ডিয়া ব্লতেই আছেন আর সরকার গঠন হলে তিনি তাতে শামিল হবেন।'
আরও পড়ুন: সাগরে নিম্নচাপ তৈরি হতেই ভারী বৃষ্টিꦡ শুরু হবে দক্ষিণবঙ্গে,পূর্বাভাস হাওয়া অফিসের