ভোটপ্রচারে বেরিয়ে বাউড়ি, বাগদিদের ‘নিম্নবর্ণ’এর মানুষ বলে সম্মোধন করলেন🍷 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে এক জনসভায় আরামবাগে দলীয় প্রার্থী মিতালি বাগের সঙ্গে 🍌সাধারণ মানুষের পরিচয় করিয়ে দিতে এই মন্তব্য করেন তিনি। দলের জন্য মিতালির অবদানও এদিন স্মরণ করেন তিনি।
আরও পড়ুন: চাকরি বাতিলের নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ, আপাতত ফেরত𒁏 দিতে হবে না বেতনও
পড়তে থাকুন: মাঝ আকাশে মারামারিতে জড়িয়ে পড়লেন🍃 মহিলা যাত্রীরা, বিমান জরুরি অবতরণ♈ করলেন পাইলট
বুধবারের জনসভায় মꩵমতা বলেন, ‘খানাকুল ইকবালের এলাকা ছিল। ও কন্ট্রোলে রাখত। ইকবালের দাদা সুলতানকে প্রায় সিবিআইয়ের জন্যই মারা গেছে। ইকবাল চলে যাওয়ার পর পুড়শুড়া খানাকুলে আমাদের একটু প্রবলেম আছে। তারকেশ্বরে তো নেই। যদি খানাকুল আর পুড়শুড়ায় প্রবলেম হয় তোমরা সেটাকে মেটাবে। হরিপাল বেচার এলাকা সেখানে তো প্রবলেম হওয়ার কথা নয়। কিশোরের এলাকায় তো প্রবলেম হওয়ার কথা নয়। গোঘাটে মানুষ হারিয়েছেন, আবার মানুষ জেতাবেন।’
এর পরই মিতালি বাগের সঙ্গে জনতার পরিচয় করিয়ে দিতে গিয়ে বাউড়ি, বাগদিদের নিম্নবর্ণের মানুষ বলে উল্লেখ করেন তিনি। মমতা বলেন, ‘এবার আমাদের প্রার্থী মিতালি বাগ। ও হচ্ছে বাগদি কমিউনিটির একটি মেয়ে। উচ্চশিক্ষা করেছে। এই যে বলত না, বাউড়ি বাগদিদের টিকিট দেয় না? আজকে আমরা প্রমাণ করে দিয়েছি, বাউড়ি, বাগদি ভূমিজ সমাজ, সমস্ত নিম্নবর্ণের লোকেরাও প্রার্থী হতে পারে। আমার বর্ধমানের শর্মিলা সরকার। নিম্নবর্ণের মেয়ে। ও হচ্ছে বাগদি, আরেকজন হচ্ছে বাউড়ি। এই মেয়েটি জীবনে বিয়ে করেনি কেন জানেন? ভালো করে দলটা করবে বলে। গ্রামসভা করেছে, পঞ্চায়েত সমিতি করেছে, জেলা পরিষদ করেছে। আজ পর্য🍸ন্ত কেউ তার নামে একটা কালির আঁচড় দিতে পারবে না’।
আরও পড়ুন: মেদীজিরꦜ ঠেলায় সুপ্রিম কোর্টে যোগ্যদের তালিকা দিতে ღবাধ্য হয়েছে SSC: শুভেন্দু
মিতালি বাগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মমত🃏া বলেন, ‘যাই ভুল হোক আমরা একটা নতুন মেয়েকে টিকিট দিয়েছি। একটা গরিব, প্রান্তিক ঘরের মেয়ে। ওকে গ্রহণ করে নেওয়ার দায়িত্ব আপনাদের। ওকে ভোট দিন। মিতালি বাগ জিতলে মোড়গ্রাম থেকে একেবারে কামারপুকুর হয়ে একেবারে নর্থ বেঙ্গল যাবে এমন রাস্তা করে দেব। ৩০০০ কোটি টাকায় যাতে বন্যা না হয় সেজন্য আপনাদের এখানে একটা পরিকল্পনা করা হচ্ছে। অনেকটা কাজ এগিয়ে গেছে। এছাড়া আরামবাগ মাস্টার প্ল্যান প্রায় সমাপ্তির মুখে। রেল ২টো ব্রিজ করছে না বলে আমাদের কাজ আটকে আছে’।