বুথফেরত সমীক্ষা কার্যত সব ওলটপালট হয়ে যাচ্ছে। মোদী ঝড় যেন থমকে গেল গোটা দেশ জুড়েই। রামমন্দির, সিএএ কিছুই যেন কাজ করল না। তবে গোটা দেশ জুড়ে কিছুটা হলেও ফের পায়ের তলায় মাটি খুঁজে পাচ্ছে বিজেপি। অর্থাৎ এতদিন যে অতল সাগরে হারিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল তা থেকে কিছুটা হলেও স্বস্তির। আর বিহারের ভোটের ট্রেন্ডে দেখা যাচ্ছে অন্তত দুটি আসনে জয়ের দিকে এগোচ্ছে সিপিআইএম(এল)। অন্তত তিনটি আসনে লড়াইতে নেমেছিল সিপিআইএমএল। তার মধ্য়ে দুটি আসনে সিপিআইএমএল এগিয়ে রয়েছে বলে খবর। বিহারের আরা আসনে সিপিআইএমএল প্রার্থী সুদামা প্রসাদ বিজেপির আরকে সিংয়ের থেকে অন্তত ১৮,০০০ ভোটে এগিয়ে রয়েছে বলে খবর। অন্যদিকে কারাকাট আসন থেকে রাজারাম সিং এগিয়ে রয়েছে বলে খবর। এখানে এনডিএর প্রার্থী ছিলেন উপেন্দ্র খুশওয়ায়া। তাঁর থেকে সিপিআইএমএল প্রার্থী প্রায় ২৫,০০০ ভোটে এগিয়ে রয়েছেন বলে খবর। এদিকে এই কারাকাট আসন থেকে দাঁড়িয়েছিলেন ভোজপুরী গায়ক অভিনেতা পবন সিং। তিনি তৃতীয় স্থানে রয়েছেন বলে খবর। এদিকে দুপুর পর্যন্ত বামেদের ভোটের শতাংশের দিকে লক্ষ্য রাখলে দেখা যাচ্ছে সিপিএমের ভোটের শতাংশ দাঁড়িয়েছে ১.৮৩ শতাংশ। ২০১৯ সালে তাদের ভোটের শতাংশ ছিল ১.৭৫ শতাংশ। সেক্ষেত্রে এখনও পর্যন্ত বামেদের ভোট কিছুটা হলেও বেড়েছে। দুপুর পর্যন্ত সিপিআইয়ের ভোট শেয়ার দাঁড়িয়েছিল ০.৫৭ শতাংশ। আর সিপিআইএমএলের ভোট শতাংশ হয়েছে ০.১১ শতাংশ। তবে গোটা দেশ জুড়ে মোটের উপর বামেদের ফলাফল কিছুটা হলেও আগের তুলনায় ভালোর দিকে যাচ্ছে বলে খবর। তামিলনাড়ু সিপিএম দুটো আসনে জিতেছিল। দুটি আসনেই সিপিএম এগিয়ে গিয়েছে। মাদুরাই আর দিন্দিগুলে এগিয়ে যাচ্ছেন সিপিএম প্রার্থীরা। অন্যদিকে তামিলনাড়ুর তিরপুর আর নাগাপট্টনমেও বামেরা কিছুটা ভালো ফলের দিকে এগোচ্ছে। বিহারের বেগুসরাইতে বিজেপির প্রার্থী গিরিরাজ সিংয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন সিপিআইয়ের অবদেশ কুমার রায় । তিনি দুপুর পর্যন্ত ৮০০০ ভোটে বিজেপির থেকে পিছিয়ে রয়েছেন বলে খবর। সব মিলিয়ে বামেরা এবার কার্যত হাড্ডাহাড্ডি লড়াইয়ের ময়দানে রয়েছেন বলেই খবর। সব মিলিয়ে কিছুটা হলেও আশার আলো দেখছেন বামেরা।