ঘূর্ণিঝড় রেমাল দাপটে রাজনৈতিক ব্যক্তিত্বকেও পিছিয়ে আসতে হল ঘোষিত কর্মসূচি থেকে। এখন লোকসভা নির্বাচনের মরশুম চলছে। তাই প্রচার কর্মসূচি চলছে রাজ্য ও দেশের𓂃 চারিদিকে। সেখানে এবার দাপট দেখাল রেমাল। আর তার জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার সময় পরিবর্তন করা হল। আজ, সোমবার বড়বাজারে একটি জনসভা ছিল তাঁর। সেই সভা শুরুর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি পদযাত্রা ছিল বেলেঘাটা থেকে মানিকতলা ক্🌳রসিং পর্যন্ত। সেটারও সময় পরিবর্তন করে নতুন সময় দেওয়া হয়েছে সন্ধ্যা ৭টায়। এমনকী বাতিল করা হল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড–শো’রও।
এদিকে বাংলার উপর দিয়ে বয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। তার দাপটে শহর কলকাতা বিপর্যস্ত। রাস্তাঘাটে গাছ উপড়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে অনেক জায়গায়। মেট্রো স্টেশনে জল জমে থমকে গিয়েছিল। উপকূলের এলাকাগুলি প্রায় লন্ডভন্ড হয়েছে। এই অবস্থায় রেমাল ঘূর্ণিঝড়ে বাংলার সামগ্রিক অবস্থার রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যসচিবের কাছ থেকে মুꦦখ্যমন্ত্রী ক্ষয়ক্ষতির সার্বিক রিপোর্ট চেয়েছেন। জেলাশাসকদের মাধ্যমে রিপোর্ট তৈরির কাজ চলছে। নিজের নিওর্বাচনী কর্মসূচিও বদল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা উত্তর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রচারে রোড–শো এবং জনসভার সময় পরিবর্তন করার কথা নিজেই ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি।
অন্যদিকে আজ, সোমবার বড়বাজারের সত্যনারায়ণ পার্কে সন্ধ্যে সাড়ে ৬টা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী স🌃ুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এই সভা করবেন মুখ্যমন্ত্রী। তার আগে দুপুর ৩টে নাগাদ গান্ধী ভবন বেলেঘাটা থেকে মানিকতলা ক্রসিং পর্যন্ত একটি পদযাত্রা করার কথা ছিল। এখানেই একটু পরিবর্তন করা হল কর্মসূচির। এই জনসভা সন্ধ্যে সাড়ে ৬টার পরিবর্তে এগিয়ে এনে হবে ৬টার সময়। আর দুপুর ৩টে নাগাদ যে পদযাত্রা ছিল সেটা পিছিয়ে সন্ধ্যে ৭টা করা হয়েছে। তবে পদযাত্রার রুট একই রাখা হয়েছে। সেখানে কোনও পরিবর্তন হয়নি।
আরও পড়ুন: রেমালের তুমুল দাপটে লন্ডভন্ড বাংলাদেশ, ব্যাপক ক্ষয়ক্ষতি ও মৃত্যুতে আতঙ্কে 𒁃মানুষজন
এছাড়া নিজের লোকসভা কেন্দ্রে একটি রোড–শো করার কথা ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় জোড়া বটতলা থেকে নতুন রাস্তার মোড় পর্যন্ত রোড–শো’র আয়োজন করা হয়েছিল। সেই রোড–শো দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে বাতি🐼ল করে দেওয়া হয়েছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। নবান্নে আসা রিপোর্ট অনুযায়ী, ১২০০ বিদ্যুতের খুঁটি নষ্ট হয়েছে। যার মধ্যে সুন্দরবনেই সংখ্যাটা ৩০০র বেশি। ৩০০র বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে দু’জনের।