শেষ দফা ভোট গ্রহণের আগের রাতে বিজেপির পোলিং এজেন্টদের বাড়িতে না থাকার পরামর্শ দিলেন শ🤪ুভেন্দু অধিকারী। বুধবা▨র ভাঙড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের পোলিং এজেন্টদের এই পরামর্শ দেন তিনি। শুভেন্দুর আশঙ্কা, বাড়িতে থাকলে থানায় তুলে নিয়ে গিয়ে আটকে রাখতে পারে পুলিশ।
আরও পড়ুন - যে খেয়েছে তার পেট থেকে বার করে যার খেয়েছে তাকে🎉 ফেরত দেব, গ্যারান্টি দিলেন মোদী
পড়তে থাকুন - ভোট💯 জিহাদিদের সাহায্য 🌞করতে OBC যুবার সংবিধানসিদ্ধ অধিকার লুঠ করেছে TMC: মোদী
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘পোলিং এজেন্টদের ভোটের আগের রাতে নিজের বাড়িতে না থাকতে পরামর্শ দিচ্ছি। ষষ্ঠ দফায় দেখেছি পোলিং এজেন্টদের পুলিশ দিয়ে তল্লাশির নামে থানা তুলে এনে ভোটের দিন সন্ধ্যা ৬টার পর ছাড়া হয়েছে। আমি পোলিং এজেন্টদের বলব আগেরদিন একটু নিরাপদ স্থানে থাকবেন। ভোটের দিন সকালে যদি♔ মনে হয় বুথে প্রবেশ করতে সমস্যা হচ্ছে তাহলে সংশ্লিষ♍্ট দায়িত্বে যারা আছেন তাদের মাধ্যমে আমাকে জানাবেন। প্যারা মিলিটারি ফোর্সের জওয়ানরা আপনাকে নিয়ে বুথে প্রবেশ করাবে। এবং ভোট শেষ হওয়ার পরে মেশিনের সঙ্গে আপনাকে নিরাপদ স্থানে বার করে আনবে।’
আরও পড়ুন - ভোট জিহ♈াদ এগিয়ে নিয়ে যেতে সাধু -꧋ সন্তদের আক্রমণ করছে তৃণমূল, অশোকনগরে বললেন মোদী
এদিন ভাঙড়ে যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে সভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। কিন্তু অনেক চেষ্টা করেও পুলিশি অনুমতি না মেলায় শেষ মুহূর্তে সভা বাতিল করতে বাধ্য হয় বিজেপি। সভার অনুমতি না দেওয়ার কারণ হিসাবে পুলিশ জানিয়েছে, বিজেপির সভাস্থলের ১০০ মিটারের মধ্যে তৃণমূলের একটি সভা রয়েছে। সভা বাতিল হলেও এদিন নির্ধারিত সময়ে ভাঙড়ে পৌঁছে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দুবাবু। সেখানে দক্ষিণ ২৪ পরগনা ও বসিরহাটের ভোটারদের নির্ভয়ে ভোট দিতে অনুরোধ করেন তিনি। শুভেন্দুবাবু জানা🐓ন, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক।