কাজে এল না বিজেপির অভিযোগ। লোকসভা নির্বাচনের শেষ দফায় রাজ্যে মাত্র ২টি বুথে পুনর্নির্বাচন ঘোষণা করল কমিশন। রবিবার বিকেলে কমিশনের তরফে এ🔥ক বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে। যদিও রাজ্যে প্রায় ২৫০ বুথে পুনর্নির্বাচ🍰নের আবেদন জানিয়েছিল বিজেপি।
আরও পড়ুন - ছাপ্পার অভিযোগ প্🐽রতিকুরের, ডায়মন্ড হারবার নিয়ে শুভেন্দুর দা🤡বি আরও ভয়ানক
পড়তে থাকুন - মুসলিমরা তাদের বিরুদ্ধে ভোট ✨দিলেই TMCর ‘ধর্মনিরপেক্ষতা’র মৃত্যু হয়: অমিত মালব্য
কমিশনের তরফে জানানো হয়েছে সোমবার রাজ্যে ২টি বুথে পুনর্নির্বাচন হবে। তার মধ্যে রয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৬ নম্বর বুথ। সেখানে অধীর মহল প♎্রাইমারি স্কুলের বুথে ফের ভোটগ্রহণ হবে। কমিশনের সূত্রে খবর, স্ক্রুটিনিতে উঠে এসেছে সেখানে দেদার ছাপ্পা হয়েছে। বেলা দেড়টার পর থেকে বুথ চলে যায় ভোট লুঠেরাদের দখলে।
আরও পড়ুন - ৩০ দূর অস্ত, বাংলায় কত আসন পেতে পারে বিজেপি, ভোট শেষ হতেই ফাﷺঁস কর👍লেন খোদ সুকান্ত
এছাড়া বারাসত লোকসভা কেন্দ্রের দেগঙ্গা বিধানসভার ৬১ নম্বর বু𝔉থে ফের ভোটগ্রহণ হবে কদম্বগাছি সরদার পাড়া FP স্কুলের ওই বুথেও রিগিং হয়েছে বলে জানিয়েছে কমিশন। সো🐻মবার সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। কমিশনের তরফে পুনর্নির্বাচন নিয়ে প্রচার করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। লাউড স্পিকারে ও ঢ্যাঁড়া পিটিয়ে এব্যাপারে স্থানীয়দের অবহিত করতে বলেছে কমিশন।