সকন্যা অনুব্রত তিহাড়ে গড়াগড়ি খাচ্ছে বলে রোজ যখন জায়গায় জায়গায় ছাতি পিটিয়ে বেড়াচ্ছে শুভেন্দু অধিকারী তখন সুকন্যা মণ্ডলের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুললেন তাঁরই দলের লোকসভার প্রার্থী প্রাক্তন IPS দেবাশিস ধর। তাঁর কথায়, বাবা অনু🍒ব্রতর পাপের ফল ভুগছেন সুকন্যা।
আরও পড়ুন: লিলুয়ায় র꧂বার কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছিলেন শ্রমিকরা, ভয়াবহ পরিস্থিতি
বুধবার একটি সংবাদমাধ্যꦜমকে দেওয়া সাক্ষাৎকারে বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিসবাবু বলেন, ‘বাবার পাপের সাজা একটা নিরীহ মেয়ে ভুগছে। বাবা মেয়েকে সই করতে বলেছে। মেয়ে করে দিয়েছে। চার্টার্জ অ্যাকাউন্ট্যান্ট বলেছেন, আমি দেখে নেব, কোনও সমস্যা হবে না। এই তো ব্যাপার। অনুব্রত মণ্ডল মানুষের ওপর অত্যাচার করেছে। কিন্ত💧ু তার মেয়ে কী করেছিল? মেয়ে কেন বাবার পাপের ভাগী হবে।’
দেবাশিসবাবু একথা বললেও ইডি, সিবিআইয়ের আদালতে পেশ করা তদন্ত রিপোর্ট বলছে 💮অন্য কথা। তদন্তকারীদের দাবি, বাবার ব্যবসা বকলমে চালাতেন সুকন্যাই। ভোলে ব্যোম রাইস মিল ও শিবশম্ভু রাইস মিল পরিচালনার ভার ছিল সুকন্যার ওপরে। এছাড়া একাধিক ব্যবসা ছিল তাঁর নিয়ন্ত্রণে। শুধু তাই নয়, বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রাথমিক স্কুলের শিক্ষিকা হলেও কোনও দিন স্কুলে যেতেন না তিনি। এভাবেই বছরের পর বছর মাইনে তুলেছেন সুকন্যা। ফলে সুকন্যা জেনে বুঝে দুর্নীতিতে যুক্ত হয়েছেন। বাবার প্রভাব ব্যবহার করে বাবাকে ছাপিয়ে যেতে চেয়েছেন তিনি।
আরও পড়ুন: ‘রাজা কৃষ্ণচন্দ্র ও রাজমাত🍰াকে অপমান করেছেন মমতা’🌳, কমিশনে নালিশ জানাবে বিজেপি
শুধু তাই নয়। স্থꩵানীয়দের অভিযোগ, অনুব্রতর রাইস মিলে যে আদিবাসী মহিলারা কাজ করতেন তাঁদের সঙ্গে অত্♔যন্ত দুর্ব্যবহার করতেন সুকন্যা। এমনকী তাঁদের তিনি জাতিসূচক কটূক্তি করতেন বলেও অভিযোগ।