আরামবাগে দলীয় সংগঠনের হাল নিয়ে নির্বাচনী সভা থেকে উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বু𝓀ধবার দুপুরে সেখানে দলীয় প্রার্থী মিতালি বাগের সমর্থনে সভা করেন। সেখানে মমতা বলেন, অনেক কষ্ট করে আরামবাগ উদ্ধার করা হয়েছে। কে ছোট কে বড় ভাবা বন্ধ করে মানুষের কথা ভাবুন। একই সঙ্গে দলীয় নেতাদের ‘এক থাপ্পড় তাড়িয়ে’ দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
আরও পড়ুন: চাকরি🌼 বাতিলের নির্দেশে সুপ্রিম কোর্টের স্থ🏅গিতাদেশ, আপাতত ফেরত দিতে হবে না বেতনও
পড়তে থাকুন: মাঝ আক🅰াশে মারামারিতে জড়িয়ে পড়লেন মহিলা যাত্রীরা, বিমান জরুরি অবতরণ করলেন প🦩াইলট
বুধবার মমতা বলেন, ‘গদ্দার হার্মাদদের সঙ্গে গিয়ে হাত মিলিয়েছে। বিজেপির সব নেতা হচ্ছে সিপিএমের ওই গুন্ডারা। এরা এলাকায় জিতলে ত্রাস করে দেবে। আমাকে আবার বলবেন না, কেন এখানে আবার চমকাইতলা হল෴? কেন এখানে আবার গোপীনাথপুর হল? কেন এখানে আবার সিহড় হল?’
এর পর মমতা বলেন, ‘আমি আপনাদের একটু সতর্ক করলাম, আগামীদিন যদি রক্তারক্তি ন🐽া চান, আমাদের কেউ বদমাইশি করলে আমি ডেকে তাকে ২টো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি। কিন্তু বিজেপি সেটা করবে না। সব সিপিএমের হার্মাদ বিজেপি হয়ে গেছে। টাকা দিয়ে ভোট কিনছে। আমাদের নেতৃত্বকে বলব, অনেক কষ্ট করে এই আরামবাগ উদ্ধার করা হয়েছে। আমি ছোট না ও ছোট ডোন্ট কেয়ার। মানুষকে কেয়ার করুন আর কোনও কিছু করার প্রয়োজন নেই।’
আরও পড়ুন: মেদীজির ঠেলায় সুপ্রিম কোর্ট𒅌ে যোগ্যদের তালিকা দিতে বাধ্য হয়েছে SSC: শুভেন্দু
মিতালি বাগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মমতা বলেন, ‘যাই ভুল হোক আমরা একটা নতুন মেয়েকে টিকিট দিয়েছি। একটা গরিব, প্রান্তিক ঘরের মেয়ে। ওকে গ্রহণ করে নেওয়ার দায়িত্ব🐽 আপনাদের। ওকে ভোট দিন। মিতালি বাগ জিতলে মোড়গ্রাম থেকে একেবারে কামারপুকুর হয়ে একেবারে নর্থ বেঙ্গল যাবে এমন রাস্তা করে দেব। ৩০০০ কোটি টাকায় যাতে বন্যা না হয় সেজন্য আপনাদের এখানে একটা পরিকল্পনা করা হচ্ছে। অনেকটা কাজ এগিয়ে গেছে। এছাড়া আরামবাগ মাস্টার প্ল্যান প্রায় সমাপ্তির মুখে। রেল ২টো ব্রিজ করছে না বলে আমাদের কাজ আটকে আছে’।
বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘বলছে তৃণমূဣল না কি চোর। তৃ﷽ণমূল যদি চোর হয় তাহলে তুই মাফিয়াদের ঠাকুরদাদা’।