একের পর এক ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ফের 🗹চর্চায় সন্দেশখালি। এই নিয়ে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। ঠিক সেই মুহূর্তে মহিলাদের নানা সমস্যার কথা শুনলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সেখানে ছিলেন সন্দেশখালিতে আন্দোলনের সঙ্গে যুক্ত মহিলারাও। তাঁদের কথাও গুরুত্ব দিয়ে শো🧸নেন বাম প্রার্থী। বৃহস্পতিবার সন্ধ্যায় মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি গড়িয়া অ্যান্ড্রুজ কলেজের মাঠে মহিলাদের সঙ্গে সরাসরি কথা বলেন। সেখানেই মহিলাদের সমস্যা শোনেন সৃজন ভট্টাচার্য। সন্দেশখালির মহিলাদের আন্দোলনের কথা শোনেন।
আরও পড়ুন: আইএসএফের ডেরা𒁏য় ঢুকে মানুষের মন জয় ক��রলেন সৃজন, বাক্যবাণ সহ্য করে বার্তা, ‘আমি আছি’
এদিন মঞ্চে উঠে নিজেদের আন্দোলনের কথা জানান সন্দেশখালির মহিলারা।𝓰 কোন পথে তাদের আন্দোলন এগোচ্ছে, তৃণমূলের অত্যাচার, জমি দখল প্রভৃতি সমস্যার কথা জানান ম♎হিলারা। এর পাশাপাশি নারী নিরাপত্তা এবং নারীদের অধিকার রক্ষার বিষয়টিও এদিনের সিপিএমের কর্মসূচিতে উঠে আসে।
প্রসঙ্গত, এদিন বামেদের তরফে সেখানে যে কর্মসূচির আয়োজন করা হয়েছিল তার নাম দেও💧য়া হয়েছিল ‘মেয়েদের কথা’। মহিলাদের সমস্যা শোনার জন্য এটা বাম প্রার্থীর অন্য রকমের উদ্যোগ বলেই মনে করছেন অনেকেই। তাতে অনেকে মহিলাই সরাসরি নিজেদের সমস্যার কথা জানাতে পেরেছেন বাম প্রার্থীকে।
প্রসঙ্গত, সন্দেশখালি নিয়ে একের পর এক পালটা ভিডিয়ো প্রক🐠াশ্যে আসতেই তা কার্যত বুমেরাং হয়ে ফিরছে বিজেপির দিকে। সেই মুহ🌳ূর্তে সন্দেশখালির মহিলাদের এদিনের কর্মসূচিতে নিজেদের সমস্যার কথা জানানো তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিন এই মঞ্চে এসেছিলেন বিভিন্ন শ্রেণির এবং পেশার সঙ্গে যুক্ত মহিলারা। এক মহিলা ক্যাব চালক দৈনন্দিন জীবনে সমস্যার কথা তুলে ধরেন। কর্মক্ষেত্রে কাজের সুরক্ষার দাবি করেন তথ্যপ্রযুক্তিতে কর্মরত এক মহিলা। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, অঙ্গনওয়াড়ি কর্মীরা এদিনের কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। বৃষ্টির মধ্যে এদিন এই কর্মসূচি 𓆉থেকেই সৃজন জানান, তিনি সাংসদ হলে সমাধানের পথ খুঁজে বার করবেন। নারীর অধিকার রক্ষার বিষয়টিকে তিনি প্রথম গুরুত্ব দেবেন।
উল্লেখ্য, বামেরা আগেই জানিয়েছিল, তাদের প্রার্থীরা জয়ী হলে &n🎃bsp;সাংসদ তহবিলের এক তৃতীয়াংশ টাকা মহিলাদের জন্য খরচ করবেন। প্রসঙ্গত, এদিন সকালে আলিপুরে জেলাশাসকের অফিসে একসঙ্গে মনোনয়ন জমা দেন সৃজন ভট্টাচার্য সহ🔯 ৫ বাম প্রার্থী। অন্যদিকে, যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষও এদিন মনোনয়ন জমা দেন।