এক্সিট পোল বা বুথফেরত সমীক্ষা নিয়ে বিজেপি নেতারা যখন খুশিতে ডগমগ তখন ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব দিলেন কড়া হিসাব। তবে এটা তিনি প্রকাশ্যে দেননি। এই হিসাব দেব দিয়েছেন দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেটা এখন চাউর হয়ে গিয়েছে। রাত পোহালেই লোকসভা নির্বাচনের গণনা শুরু হবে এবং ফলপ্রকাশ পাবে। সেখানে তার আগেই ফলাফল জেনে ফেললেন দেব। তাই তো দেব দিল হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা। যা ন💦িয়🐎ে এখন জোর চর্চা শুরু হয়েছে রাজ্য–রাজনীতি অলিন্দে। তাঁর দেওয়া ফলাফল কার্যত বুথফেরত সমীক্ষাকে খারিজ করে দিল। তবে দেব যে বার্তা দিয়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা তৃণমূল কর্মীদের উদ্দেশে।
ইতিমধ্যেই বুথফেরত সমীক্ষা রিপোর্টকে ভুয়ো বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস বলে দাবি তাঁর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাই বলেছেন। যা দেখানো হয়েছে তার উল্টো ফল হবে। শান্তনু সেন, দেবাংশু ভট্টাচার্য এবং কুণাল ঘোষও ৩০টি আসনের দাবি করেছেন। সেখানে ঘাটাল লোকসভা আসনের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী দেব দাবি করেন, ‘রাজ্যে তৃণমূল কংগ্রেস কমপক্ষে ২৬টি আসন পেতে চলেছে। তেমন হলে এই সংখ্যাটা ২♍৯ থে⭕কে ৩০টিও হতে পারে। আমরাই জিতছি।’
আরও পড়ুন: দিঘা–শান্তিনিকেতনꦓ–তারাপীঠে সরকারি বাস চালানোর প্রস্তাব, পরিবহণমন্ত্রীকে চুঁচুড়া পু𝔍রসভা
এদিকে তৃণমূল কংগ্রেসের ঘাটাল লোকসভা নির্বাচন কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে দেব এই বার্তা দিয়েছেন। সুতরাং একাধিক বুথ ফেরত সমীক্ষায় গোটা দেশ বা রাজ্যে যে গেরুয়া ঝড়ের উল্লেখ করা হয়েছে তা দেবও খারিজ করে দিলেন। আর এই বার্তায় তৃণমূল কর্মী–সমর্থকরা অনেকটাই চাঙ্গা হয়ে উঠেছেন। বুথফেরত সমীܫক্ষাকেই ধ্রুব সত্💦যি ধরে এগোচ্ছেন বিজেপি নেতারা। রবিবার দুপুরে দলের কর্মী–সমর্থকদের উদ্দেশে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেব লেখেন, ‘আরে আমরাই জিতছি। জিতছি তৃণমূল। আর কমপক্ষে ২৬টি আসন পাবে।’ এখন এই বার্তা প্রকাশ্যে আসায় স্নায়ুর চাপে পড়েছে বিজেপি।
অন্যদিকে দেবকে এবার নিজের লোকসভা কেন্দ্র ছাড়াও অন্যান্য কেন্দ্রে প্রচার করতে দেখা গিয়েছে। দেবের দাবি মেনেই ঘাটাল মাস্টারপ্ল্যান করবে এবার রাজ্য সরকার। তাই এবার লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন দেব। আরামবাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় দেবের উপস্থিতিতে এটা ঘোষণা করা হয়েছিল। ঘাটাল মাস্টারপ্ল্যান সম্পূর্ণ করতেই দেব রাজনীতিতে ফিরেছেন বলে তাঁর দাবি। নির্বাচনের দিন ঘাটালে দেখা গিয়েছিল হেলমেট পরে মোটরবাইকে বসে বুথে বুথে চষে বেরিয়েছেন তিনি। কেশপুর উত্তপ্ত হলেও মাথা ঠাণ্ডা করে সামাল দেন দেব। এবার দেবের বার্তায়, ‘ঘাটাল–সহ তৃণমূল কংগ্রেস ২৬টি আসন পাচ্ছ🦄েই।’