উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। তাঁর সঙ্গে একই মঞ্চে উপস্থিত থেকে এবং প্রশংসা করে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ খোয়ালেন কুণাল ঘোষ। কিন্তু তার পরেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহে অনড় থাকলে কুণাল ঘোষ। দলের হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একাধিকবার আক্রমণ করেছেন কুণাল। কিন্তু এখন পদ হারিয়ে সﷺুর বদলে গেল তাঁর। এবার শুভেন্দুর প্রশংসা করলেন তিনি। বিরোধী দলনেতা হয়ে রাজ্যে যেভাবে ঘুরে দলের হয়ে কাজ করছেন, তাঁকে দেখে তৃণমূল কংগ্রেস নেতাদের শেখা উচিত বলে মন্তব্য করেন কুণাল।
এদিকে এভাবে তাঁকে সরিয়ে দেওয়ায় দলের সিদ্ধান্ত নিয়ে আজ, বৃহস্পতিবার ফের প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। শুভেন্দুর প্রশংসা শোনা যায় তাঁর মুখে। এই গোটা বিষয়টি ♒নিয়ে কুণাল ঘোষ বলেন, ‘শুভেন্দু অধিকারীর বিরোধী আমি। শুভেন্দু আমার দলের নেত্রী বা নেতাকে যে ভাষায় আক্রমণ করে, আমি তার উত্তর দিই। চরম আক্রমণ করি। কিন্তু বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু যেভাবে গোটা রাজ্য ঘুরে পারফর্ম করছে, ওর ভাষা, ওর রাজনীতি, ওর আক্রমণের বিরোধী আমি, তার জবাব 𒊎দিই আমি। কিন্তু শুভেন্দুর মরিয়া পারফর্ম্যান্স অস্বীকার করা যায় না। শুভেন্দু অধিকারীর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শেখা উচিত বিরোধী রাজনীতি কাকে বলে।’
আরও পড়ুন: অযোগ্য শিক্ষকরাও কি এবারের মাধ্যমিকের খাতা♚ দেখেছিল? সামনে আস𝐆ছে নয়া তথ্য
অন্যদিকে শুভেন্দু রাজনৈতিক মতাদর্শের বিরোধী কুণাল ঘোষ। কিন্তু তাঁর সঙ্গে কোনও ব্যক্তিগত বিরোধ নেই। এটাই জানিয়েছেন কুণাল। আর পরিস্থিতি এখন হঠাৎ বদলে গিয়েছে দলে। তাই সরে যেতে হয়েছে পদ থেকে। তাই কুণালের বক্তব্য, ‘শুভেন্দু অধিকারী যদি গোটা বাংলা ঘুরে পারফর্ম করে, আমাদের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন অন্য লোকসভা কেন্দ্রে যাচ্ছেন না? উনি তো আমাদের সাংসদদের নেতা। নিজের সহকর্মীদের কেন্দ্রে একবারও যেতে ইচ্ছে করে না ওঁর? পাঁচ বছর কর্মীরাই খুঁজে পান না ওঁকে, সাধারণ মানুষ তো দূরের কথা। এখন স্বার্থপরের 🃏মতো, ෴ভোটে জেতার জন্য নিজের কেন্দ্রে পড়ে আছে। লোকসভায় তৃণমূলের নেতা হলেও তাঁকে একবারও নরেন্দ্র মোদীর সমালোচনা করতে শোনা যাচ্ছে না কেন? অমিত শাহ, জেপি নড্ডারা বাংলায় এসে এত কথা বলে যাচ্ছেন, কেন তার পাল্টা বলছেন না?’ প্রশ্ন তুলেছেন কুণাল।
আসলে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন না কুণাল ঘোষ। বাড়িতে গিয়ে আগে বি♋রোধ মিটে গিয়েছে বললেও সেটা যে ক্ষণস্থায়ী ছিল তা প্রমাণ হয়ে গেল। তাই কুণালের কথায়, ‘শুভেন্দুর থেকে শেখা উচিত সুদীপের। শুভেন্দু আমাদের বিরোধী। কিন্তু বিরোধী দলনেতা হিসেবে নিজের দলের হয়ে পারফর্ম করে চলেছে। আর আমাদের লোকসভার দলনেতা পাড়ামুখোই হচ্ছে না।’ আর শুভেন্দু বলেছেন, ‘ওঁকে দিয়ে আমাকে এবং আমার পরিবার সম্পর্কে যে সমস্ত কথা বলানো হয়েছে সেটা হয়ত মমতা বন্দ্যোপাধ্যায় ওঁকে বলতে বলেন, নয়ত বা নিজের কথা। সেটা প্রকাশ্যে আনুন। তার পর ওঁর সম্পর্কে কথা বলব।’