আজ, শনিবার দেশে চলছে ষষ্ঠ দফার নির্বাচন। উৎসবের মেজাজে ভোট চলছে সর্বত্র। বাংলায় যেমন ভোট চলছে তেমন অন্য রাℱজ্যে ভোট চলছে। আজ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটাল এবং বিষ্ণুপুরে ভোট চলছে। এই আবহে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সুভাষ সরকারকে ঘিরে বিক্ষোভ দেখালেন আমজনতা। বাঁকুড়ার শালতোরা বিধানসভার ঝঙ্কা বু𒉰থে এই ঘটনা ঘটেছে। আর এই ঘটনার জেরে শালতোড়ার ঝঙ্কা প্রাইমারি স্কুলের ১৮২ নম্বর বুথে উত্তেজনা ছড়িয়ে পড়ল সুভাষ সরকারকে ঘিরে।
স্থানীয় বাসিন্দারা পানীয় জলের দাবিতে ব্যাপক বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থীকে ঘিরে। পাল্টা বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। পাঁচ বছরে কি করেছেন? এই প্রশ্ন তুলে বেরিয়ে যান এখান থেকে বলে চিৎকার 𝓰করেন প্রার্থীর সামনে বিক্ষোভকারী গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘গত পাঁচ বছরে এক মিনিটের জন্য সাংসদ সুভাষ সরকার আসেননি। আজ ভোটের দিন গ্রামে এসে ঝামেলা করছেন। আমাদের এখানে পানীয় জল নেই। গরিব মানুষের খাবার নেই। এখন ব্লক থেকে জলের ট্যাঙ্ক পাঠিয়েছে। সাংসদকে পানীয় জলের কথা বললে তিনি পালিয়ে যান। আমরা কোন দল করি না। আগেরবার বল🌄েছিলেন, জলের ব্যবস্থা করে দেবেন। পাঁচ বছরে হয়নি।’
আরও পড়ুন: দক্ষিণ কলকাতায় সংগঠন তলানিতে, মক পোলিংয়ে এজেন্🎐ট দিতে হিমশি☂ম খাচ্ছে বিজেপি
এদিকে স্থানীয় মানুষজন সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘আমরা একেবারেই গ্রামবাসী। আমাদের এখানে জলের ব্যবস্থা নেই। আর সাংসদের পাঁচবছর টিকি দেখা যায়নি। আজ ভোটের দিনে এলেন। আজ ওঁর আসার কারণ কী? আমাদের কথার কোনও উত্তর দিলেন না। আমরা ভোট দিয়ে জেতালাম, উনি দিল্লি গেলেন। এখন আমাদের একশো দিনের টাকা বন্ধ।’ আজ বিজেপির প্রায় সব প্রার্থীই বিক্ষোভের মুখে পড়লেন। হিরণ, অগ্নিমিত্রা, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রণত টুডু, সৌমেন্দু অধিকারী আর সব শেষে সু𒉰ভ💜াষ সরকার।