সালটা ২০১১। রাজ্যে বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতে তখন তুমুল আন্দোলন করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড় থেকে সাগর পর্যন্ত তৎকালীন বিরোধী নেত্রী ডাক দিয়েছিলেন ‘পরিবর্তন’–এর। আর এই স্লোগানে সাড়া দিয়েছিলেন বাংলার আপামর জনসাধারণ। মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্লোগান তুলে থেমে থাকেননি। ওই বছরই উৎখাত করেছিলেꦦন বামফ্রন্ট সরকারকে। অবসান হয়েছিল ৩৪ বছরের কমিউনিস্ট শাসনে൩র। এবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে নয়াদিল্লির গদি থেকে উপড়ে ফেলতে নতুন স্লোগান তৈরি করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে হটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া স্লোগান—‘চলুন বদলাই, চলুন পাল্টাই।’
এখন দেশের তামাম বিরোধীদের নিয়ে তৈরি হয়েছে ইন্ডিয়া জোট। যা বাংলার মুখ্যমন্ত্রীর নৈপুণ্যে গড়ে উঠেছে। আর ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে এবার সে কথা প্রত্যেকটি জনসভা থেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মঙ্গলবার দু’টি জনসভাতেই সে কথা বলেছেন 🌠মুখ্যমন্ত্রী। আর নয়া স্লোগান তুলেছেন ‘চলুন বদলাই, চলুন পাল্টাই।’ কেন এই স্লোগান তৈরি করেছেন? প্রশ্ন উঠতে পারে বুঝে মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন ব্যাখ্যা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে বিজেপি জয়ী হয়। এবার বিজেপিকে মালদা জেলা থেকে ‘উপড়ে’ ফেলে দিতে মমতা হরিশচন্দ্রপুরের সভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘ওরা দেশকে বিক্রি করে দিয়েছে। সংবিধানকে বিক্রি করেছে। তাই আমাদের নতুন স্লোগান, চলুন এবার পাল্টাই। চলুন এবার বদলাই। দিল্লির সরকার বদলাই।’
আরও পড়ুন: পার্🍌থ চট্টোপাধ্যায়ের জামিন খারিজ করল কলকাতা হাইকোর্ট, অস্বস♈্তি নিয়ে ফিরলেন জেলে
তবে এখানেই থেমে থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা শহরে পরের জনসভাতেও এ🃏কই স্লোগান তুলে পাল্টানোর আহ্বান করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘চলুন বদলাই, চলুন পাল্টাই। এভাবেই পরিবর্তনের ডাক দিয়ে যাই। আগামী দিন আসছে, বিজেপি কাঁদছে। দিল্লিতে বদলান, দিল্লিতে পাল্টান, দিল্লিতে পরিবর্তন দরকার। তাই এই আহ্বান করছি। কারণ, গ্যাসের দাম এক হাজার টাকা। পরে হবে দু’হাজার টাকা। এটাই মোদীর গ্যারান্টি। সব ওষুধের দাম বেড়ে গিয়েছে। হার্টের, প্রেশারের ওষুধের দাম বেড়েছে। সুগারের ওষুধের দাম আকাশছোঁয়া। নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে পেট্রোপণ্য সবই লাগামছাড়া দাম। মানুষ বাঁচবে কেমন করে!’
এছাড়া কেন পাল্টানোর দরকার সে কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের স্বার্থে তাই এই বদলের স্লোগান। মুখ্যমন্ত্রীর কথায়, ‘জিনিসের দাম এত বেড়েছে, তার জন্য কি মোদীবাবু একটুও মাথা ঘামাচ্ছেন? দু’কোটি বেকারের চাকরি দেবেন বলেছিলেন। একজনকেও চাকরি দেননি। আমরা বরং যাঁদের চাকরি দিচ্ছি, তাঁদের চাকরি খেয়ে নিয়ে বলছে বোমা ফাটাব।’ জেপি নড্ডা বাংলায় প্রচা🍎রে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় অস্বস্তিতে পড়েছে বিꦜজেপি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় খোঁচা দিয়ে বলেছেন, ‘আমাদের পিছনে লাগতে গিয়ে ওদের সভাপতির মুখ দিয়েও বেরিয়ে গিয়েছে জয় বাংলা।’