বলাগড়ে নদী ভাঙনের সমস্যা দীর্ঘদিনের। ক্রমাগত ভাঙনে গঙ্গায় একের পর এক তলিয়ে যাচ্ছে নদীর তীরবর্তী এলাকা। ভিটে বাড়ি হারিয়েছেন অনেকেই। তারপর অনেকে কৃষিজমিও হারিয়েছেন। এখনও ভাঙনের জন্য আতঙ্কে রয়েছেন বলাগড়ের বহু মানুষ। বিভিন্ন সময়ে নির্বাচনে বলাগড়ের ভাঙনক꧑ে হাতিয়ার করে প্রচার চালিয়েছে রাজনৈতিক দলগুলি। কিন্তু, আদতে সমস্যার সমাধান কিছু হয়নি বলেই অভিযোগ স্থানীয়দের।
আরও পড়ুন: সন্দেশখালির জল অনেকদূর গ🌠ড়া༒বে, সব বলেছি নেত্রীকে, জটায়ুর মতো তদন্ত! জানালেন অভিষেক
লোকসভা নির্বাচনকে ঘিরে বুধবার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সেখানে সভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, সেই সভা থেকে ভাঙন নিয়ে স্থানীয়দের কোনও আশ্বাসবাণী শোনাতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এনিয়ে কোনও বাক্য প্রয়োগ করেননি। তা নিয়ে কার্যত হতাশ সেখানক🐈ার বাসিন্দারা। এই নিয়ে শুরু হয়েছে রাজন🌸ৈতিক তরজা।
প্রসঙ্গত, গঙ্গা ভাঙনের সমস্যা থেকে পরিত্রাণ পেতে বলাগড়ের বাসিন্দারা চাইছেন স্থায়ী সমাধান হোক। এই প্রসঙ্গে বলাগড়ের স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছিলেন, যে ভাঙন রোধে ‘বলাগড় মাস্টার প্ল্যান’ যাতে তৈরি করা হয় সে বিষয়ে সভা থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হবে। যদিও এদিন কেউই মুখমন্ত্রীর কাছে কোনও আবেদন পত্র তুলে দেননি༒। তা ছাড়া ওই দিন মুখ্যমন্ত্রী নিজেও ভাঙন সমস্যা নিয়ে কথা বলেননি। তবে বলাগড়ের মানুষজন চাইছেন কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে এই সমস্যার সমাধান হোক।
এ বিষয়ে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের বক্তব্য, তারা মুখ্যমন্ত্রী কাছে এ বিষয়ে আবেদন জানাবেন। তবে নির্বাচনের পরে। এদিন আবেদন পত্র মুখ্যমন্ত্রীর কাছে দেওয়া হয়ে ওঠেনি। উল্টোদিকে, রচনা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে জানান, মমতা দিদি গঙ্গার ভাঙন নিয়ে সবসময় বলেছেন। যদিও স্থানীয় প্রশাসন꧙ এবং লোকজনের বক্তব্য, কোনও স্থায়ী কাজ হয়নি।
পড়ুন: 'সকলের গলারই লকেট,' হুগলিতে কেন প্রার্থী করা হল রচনাকে? 𝓀সব❀টা জানালেন মমতা
এ নিয়ে তৃণমূলকে ক✱টাক্ষ করেছে বিজেপি। তাদের বক্তব্য, তৃণমূলে এখন ভাঙন চলছে। তাই ওরা নিজেদের দ🎶লে ভাঙন সামলাতে ব্যস্ত। ফলে গঙ্গা ভাঙনের দিকে তাদের নজর নেই। প্রসঙ্গত, বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আগেও জানিয়েছিলেন, যে গঙ্গা ভাঙন সমস্যার সমাধানের জন্য কেন্দ্র যে টাকা দিয়েছিল কাজ না হওয়ায় সেগুলি ফিরে গিয়েছিল।