নিয়োগ দুর্নীতির টাকা ফেরত দেওয়ার নামে আসলে নির্বাচনী ভাঁওতা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের আগে এরকম ভাঁওতা দেওয়া ༒তাঁর অভ্যাস। ট𝔍াকার কী হবে তা ঠিক করবে আদালত। এব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই।
আরও পড়ুন: পার্থ–জ্যোতিপ্রিয়কে আবির মাখাতে গেলেন বন্দিরা, খেপে ফায়ার প্রাক্তন 💜দুই💞 মন্ত্রী
সংবাদমাধ্যমকে বিকাশবাবু বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাচনের আগে ভাঁওতা দিচ্ছেন। নির্বাচনের আগে এরকম ভাঁওতা উনি প্রায় প্রতি বারইꦏ দিয়ে থাকেন। এটাও তেমনই একটা ভাঁওতা।’ বিকাশবাবুর দাবি, নিয়োগ দুর্নীতিতে উদ্ধার হওয়া টাকার কী পরিণতি হবে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই। আদালতে এই দুর্নীতির বিচার হচ্ছে। আদালতই ওই টাকার ভবিষ্যৎ ঠিক করবে। প্রধানমন্ত্রী বরং ইলেকটোরাল বন্ডের টাকা ফেরত দেওয়ার চেষ্টা করুন। পিএম কেয়ারে আরও স্বচ্ছতা আনুন।
মঙ🍒্গলবার রাতে কৃষ্ণনগরের রানিমা তথা বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করেন প্রধানমন্ত্রী। রানিমাকে তিনি ফোনে বলেন, ‘বাংলায় ইডি এদের প্রায় ৩ হাজার কোটি টাকা অ্যাটাচ করেছে। এটা গরিবের টাকা। কেউ শিক্ষক হওয়ার জন্য টাকা দিয়েছে। কেউ করণিক হওয়ার জন্য টাকা💯 দিয়েছেন। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে যা আইনি ব্যবস্থা করতে হয় করে এই যে গরিবের ৩০০০ কোটি টাকা যাদের কাছ থেকে ঘুষ নেওয়া হয়েছিল তাদের সবাইকে টাকা ফেরত দিতে চাই। এর কোনও একটা রাস্তা আমি বার করব। আপনি বাংলার মানুষকে এটা বলুন’।
আরও পড়ুন: CM-র উপদেষ্টা পরিচয়🦋 দিয়ে প্রতারণার ছক, গ্রেফতার প্রাক্তন পুলিশ আধিকারিকের ছেলে
রাজ্যে নিগোগ দুর্নীততে জেলবন্দি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়সহ তৃণমূলের বহু নেতা ও বিধায়ক। তদন্তে নেমে তাদের কোটি কোটি টাকার হদিশ পেয়েছে ED. এর মধ্যে ৫১ কোটি টাকা নগদ পাওয়া গিয়েছে পার্থ চট্টোপাধ্যায় ঘ🍒নিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট 𒀰থেকে।