‘ইন্ডিয়া’ জোটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, ভারতকে ‘শক্তিহীন’ করতে চাইছে ইন্ডিয়া জোট। সিপিএমের ইস্তেহারে দেশের পারমাণবিক অস্ত্র নির্মূল করার কথা ঘোষণা করা হয়েছে। এপ্রসঙ্গে ইন্ডিয়া জোটকে আক্রমণ করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের বিরুদ্ধে ভারতকে শক্তিহীন করার অভিযোগ তুলেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য, এই ইস্তেহার দেশের বিরুদ্ধে বিপজ্জনক ঘোষণা। একইসঙ্গে এ ☂দিনও কংগ্রেসের ইস্তেহারে মুসলিম লিগের ছাপ রয়েছে বলে কটাক্ষ করেন নরেন্দ্র মোদী।
আরও পড়ুনঃ ‘PM জেলে যাবেন’ মন্তব্যে সমালোচনা হতেই অস্ব🌜ীকার মিসার🌸, বললেন ‘বিকৃত করা হয়েছে’
ইন্ডিয়া ব্লকের শরিক দল সিপিএম তাদের ইস্তেহারে রাসায়নিক ও জৈবিক অস্ত্র সহ পারমাণবিক অস্ত্র এবং বিধ্বংসী অন্যান্য অস্ত্রไ সম্পূর্ণ নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছে। রাজস্থানের বারমেরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তা নিয়ে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘কংগ্রেসের ইস্তেহারে মুসলিম লিগের ছাপ রয়েছে। তাতে দেশভাগের ছাপ চোখে পড়ে৷ সেই ইন্ডিয়া জোটেরই অন্য একটি শরিক দꦛল দেশের বিরুদ্ধে ভয়ঙ্কর কথা ঘোষণা করেছে। দলটি তাদের ইস্তেহারে জানিয়েছে, তারা ভারতের পরমাণু শক্তিকে নষ্ট করে দেবে। জলে ডুবিয়ে দেবে।’
এরপরে ভারতের দুই প্রতিবেশী দেশের কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত এমন একটি দেশ যার দু’দিকে প্রতিবেশীদের কাছে পরমাণু শক্তি সজ্জিত রয়েছে। সেরকম দেশে কী পরমাণু অস্ত্রকে নির্মূল উচিত?’ তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী মোদী। কংগ্রেসে উদ্দেশ্যে নরেন্দ্র মোদীর প্রশ্ন, ’আমি কংগ্রেসকে প্রশ্ন করতে চাই, আপনাদের শরিক দল কার নির্দেশে এমন কাজ করছে। এটা কেমন জোট যা ভারতকে শক্ত🥀িহীন করতে চাইছে?’
তিনি বলেন, ‘একদিকে মোদী ভারতকে একটি শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছেন, অন্যদিকে, ইন্ডিয়া জোট ভারতকে একটি দুর্বল দেশ হিসাবে ঘোষণা করেছে।’ এটা দেশের পক্ষে বিপজ্জনক বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদী।
অন্যদিকে, কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কংগ্রেস দেশের কোনও সমস্যার স্থায়ী সমাধান আনতে ব্যর্থ হয়েছে। ৫ দশকেরও বেশি সময় ধরে 🌞ক্ষমতায় থাকা সত্ত্বেও রাজস্থানে পানীয় জলের জন্য তারা কিছুই করেনি। এতো সময় ধরে দেশ শাসন করেও কংগ্রেস যে কিছুই করেনি সেটা রাজস্থানের চেয়ে ভাল কে বুঝতে পারে? যে রাজস্থান রাজ্য দেশের জন্য𒁏 রক্ত দিয়েছে সেই রাজস্থান এখনও পানীয় জলের জন্য সংগ্রাম করছে।’
এরপরেই বিজেপির শাসনকালের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আগে আমার মা-বোনেরা প্রচণ্ড গরমে মাইলের পর মাইল পাড়ি দিতেন জলের জন্য ৭০ বছর ধরে কেউ ত♒াদের কথা শোনেনি। কিন্তু, আপনারা সকলেই যখন আপনার ছেলে মোদীকে আপনাদের সবার সেবা করার সুযোগ দিয়েছিলেন, তখন আমি জল জীবন মিশন শুরু করেছিলাম ꦇএবং এই সঙ্কটের অবসানের দায়িত্ব নিয়েছিলাম।’ বিজেপির আমলে পানীয় জলের সমস্যার সমাধান হয়েছে বলে দাবি নরেন্দ্র মোদীর।