ভোট প্রচারের সময় তমলুকের তৃণমূল প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পায়ে হাত দিয়ে প্রণাম করার অভিযোগ অফ꧒ ডিউটি পুলিশ অফিসারের বিরুদ্ধে। গত ৩ এপ্রিল তমলু𒐪কের এই ঘটনায় তৃণমূল সরব হয়েছে। ওই পুলিশকর্মীর বিরুদ্ধে দলীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছে তারা। তবে বিজেপির দাবি, সেই সময় পুলিশকর্মী অন ডিউটি ছিলেন না। ব্যক্তিগতভাবে কে কাকে প্রণাম করবেন তার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।
পুলিশকর্মীর বাড়িতে অভিজিৎবাবু
গত ৩ এপ্রিল তমলুকে ভোট প্রচারে যান অভিজিৎবাবু। প্রচার চলাকালীন তাঁর শৌচাগার ব্যবহারের প্রয়োজন পড়ে। সামনেই ছিল পুলিশের টেলিকম বিভাগের দফতর। সেখানে গিয়ে আধিকারিক অবধেশ সিংয়ের কাছে শৌচাগার ব্যবহারের অনুমতি চান বিজেপি প্রার্থী। প্রার্থীকে শৌচাগার ব্যবহা🀅রের অনুমতি দেন ওই পুলিশ কর্মী।
এর পর প্রচারের ফাঁকেই তমলুকে অবধেশ সিংয়ের বাড়িত⭕ে যান অভিজিৎবাবু। পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন প্রত্যেককেౠ। এর পর পরিবারের সদস্যরা প্রত্যেকে অভিজিৎবাবুকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন। প্রণাম করেন অবধেশ সিংও।
তৃণমূলের আপত্তি
সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তৃণমূল তেলে বেগুনে জ্বলে ওঠে। একজন প্রার্থীকে একজন পুলিশকর্মী কেন প্রণাম করবেন, তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয় তারা। দলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা একেবারেই প্রত্যাশিত নয়। এক জন পুলিশকর্মী প্রার্থীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারেন না। ওই পুলিশকর্মীর ব্যাপারে আমরা দলের কাছে অভিযোগ জানিয়েছি।’ পালটা বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল বলেন, ‘বাড়িতে ব্যক্তিগতভাবে কে কাকে প্রণাম করবেন এতে কোনও রাজন൲ীতি নেই। ওই পুলিশ কর্মী ডিউটিতে ছিলেন না। স্বার্থ ছাড়া তো তৃণমূলের লোকজন কাউকে প্রণাম করে না। ওদের জন্য গুরুজনদের ভক্তি শ্রদ্ধা করা বন্ধ করে দিতে হবে না কি?’
বলে রাখি, গত ফেব্রুয়ারিতে বিচারপতির পদে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মার্চে বিজেপিতে যোগদান করেন তিনি। ꦆএর পর তাঁকে তমলুক কেন্দ্র থেকে 🍸প্রার্থী করে বিজেপি। ওই কেন্দ্রে দলের আইটি সেলের প্রধান দেবাংশ ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল। ভোট ময়দানে নেমেই রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে সুর চড়িয়েছেন অভিজিৎবাবু। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি। পালটা দেবাংশুর দাবি, বিচারপতি থাকাকালীন রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে রায় দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এজলাসের অপব্যবহার করে রাজনৈতিক মন্তব্য করেছেন তিনি।