চাকরিতে ইস্তফা দিয়ে যোগ 🅷দিয়েছিলেন বিজেপিতে। আর রাজনীতিতে যোগদান করেই জুটেছিল লোকসভা ভোটের টিকিট। কিন্তু সে সুখ সয়নি বেশিদিন। চাকরিতে ইস্তফা দেওয়ার উপযুক্ত নথি জমা দিতে না পারায় খারিজ হয়ে যায় মনোনয়ন। এদেন দেবাশিস ধরের রাজনীতির ময়দান যেন শ্যুটই করছে না। এবার অমিত শাহের সভায় মঞ্চে উঠতে না দেওয়ায় প্রকাশ্যে বিজেপি নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। তৃণমূলের প্রতিক্রিয়া বিজেপি মানুষকে ব্যবহার করে ফেলে দেয়।
আরও পড়ুন: 'যত সময় যাবে, তত বিকৃত হতে পারে প্রমাণ'💧, রামনবমী হিংসা নিয়ে পর্যবেক্ষণ হাই কোর্টের
পড়তে থাকুন: 'ভারতে সংখ্যালঘুরা বিপন্ন…',মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির ডেটা ত🌃ুলে ধরে আবেদন মোদীর
শুক্রবার বোলপুরে বিজেপি প্রার্থী পিয়া সাহার সমর্থনে জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভায় যোগদান করতে সভাস্থলে গিয়েছিলেন দেবাশিসবাবু। সেখানে তাঁকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এর পর মঞ্চের পিছনে অমিত শাহের জন্য অপেক্ষা করতে থাকেন দেবাশিসবাবু। সভা শেষে অমিত ⛎শাহের সঙ্গে কথা বলতে চান তিনি। কিন্তু সেই অনুরোধ বিজেপি নেতারা রাখেননি বলে অভিযোগ করেছেন প্রাক্তন এই IPS আধ💦িকারিক।
দেবাশিসবাবু বলেন, ‘আমি মোদীজির সভাতেও গিয়েছিলাম। অমিত শাহের সভাতেও এসেছি। কিন্তু আমাকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি। এমনকী মঞ্চের পিছনে অমিত শাহের সঙ্গে আমাকে কথ🐟াও বলতে দেওয়া হয়নি’। তিনি বলেন, ‘আমি আমার দায়িত্ব পা🏅লন করেছি। বাকিটা দলীয় নেতৃত্বকে জানাব।’
এই ঘটনার কথা শুনে রাজ্য বিজ༺েপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘এরকম কিছু হয়েছে বলে জানি না। আমি দেবাশিসবাবুর সঙ্গে কথা বলব।’
আরও পড়ুন: বাংলায় ক্লিন সুইপ 'দেখছেন' মোদী, শাহের গলায় আবা🅘র 'নির্দিষ্ট আসন সংখ্যা'
এই ঘটনা নিয়ে বীরভূম তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়🌳 বলেন, ‘বিজেপি মানুষকে ব্যবহার করে ফেলে দেয়। দে🌞বাশিসবাবু প্রার্থী হলে তাঁকে মাথায় করে নাচত। এখন ফেলে দিয়েছে।’